নতুন পরিচয়ে আসছেন অঙ্কুশ হাজরা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২২, ২০:২৯
অ- অ+

সোমবার (১৫ আগস্ট) বড় ঘোষণা করতে চলেছেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। গেল শনিবার অভিনেতা নেটমাধ্যমে লেখেন, ‘শুধু বড় নয়, বিশেষ খবর আসতে চলেছে। যা ভক্তদের ছাড়া সম্ভব হত না।’ তারপর থেকে সবার মনে একটাই প্রশ্ন, তাহলে কি নতুন ছবি?

ভারতীয় সংবাদ মাধ্যমের খবর বলছে, না, ব্যাপারটা একেবারেই তা নয়। এবার প্রযোজকের ভূমিকায় আসছেন অভিনেতা। আসতে চলেছে অঙ্কুশের নতুন প্রোডাকশন। সংস্থার নাম ‘অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স’। প্রথম ছবির নামও নাকি ঠিক করে ফেলেছেন। ছবির নাম ‘মির্জা’। পরিচালক সুমিত-শাহিল।

শোনা যাচ্ছে, এই ছবিতে পুরোপুরি অ্যাকশন অবতারে নায়ক অঙ্কুশকে দেখবে দর্শক। সব ঠিক থাকলে সেপ্টেম্বরেই হবে ছবির টিজারের শুটিং। তবে এই প্রথম অঙ্কুশ নয়। নায়কদের প্রযোজক হয়ে ওঠার সাক্ষী অনেক বারই থেকেছে টলিউড।

একদিকে জিৎ, অন্য দিকে দেব- দাপিয়ে তৈরি করে যাচ্ছেন একের পর এক ছবি। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছেন অঙ্কুশও। ১২ বছরের ক্যারিয়ারে পেয়েছেন বিপুল ভালোবাসা। এবার প্রযোজক অঙ্কুশকে দর্শক ঠিক কত নম্বর দেন, এখন তা-ই দেখার।

(ঢাকা টাইমস/১৪ আগস্ট/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গেজেট পাওয়ার পর আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত: সিইসি
যৌতুকের মিথ্যা মামলা: ফেঁসে গেলেন অভিযোগকারী নারী
রোম্যান্টিক সিন করতে গিয়ে আমার মাড়ি কেটে যায়: ঈশানী
নোয়াখালীতে সাম্যবাদী আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা