দামুড়হুদায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২২, ০৯:৪৮
অ- অ+

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাকের ধাক্কায় আশিকুর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার রাত ১০টার দিকে উপজেলার জয়রামপুর চায়ের দোকান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার বাঁকা গ্রামের নওদাপাড়ার হাবিবুর রহমানের ছেলে।

দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ স্থানীয়দের বরাতে জানান, রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আশিক। এসময় জয়রামপুর চায়ের দোকান-কাঁঠালতলার মাঝামাঝি স্থানে পৌঁছালে একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

পরে পুলিশ ও স্থানীয়দের সহাযোগিতায় তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল কাদের বলেন, আশিকের শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির পদযাত্রায় হামলা, পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিলেন নেতারা
বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ
মিটফোর্ডে সোহাগ হত্যা: মামলার এজাহার থেকে পাঁচজনের নাম বাদ দেয় কে? জানালেন ডিএমপি কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা