অনুষ্ঠানের সঞ্চালক সালমান রুশদির ওপর হামলাকে মনে করেছিলেন ‘প্রাঙ্ক’

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ আগস্ট ২০২২, ১৫:০৯

ঔপন্যাসিক সালমান রুশদির ওপর সম্প্রতি নিউইয়র্কে এক অনুষ্ঠানে হামলা চালানো হয়। এক তরুণ তাকে মঞ্চে এসে ছুরিকাঘাত করে। কিন্তু রুশদির সাক্ষাৎকার অনুষ্ঠানের সঞ্চালক জানালেন ঘটনাকে প্রথমে তিনি প্রাঙ্ক ভেবেছিলেন। কিন্তু রক্ত দেখে তিনি নিশ্চিত হন এটা প্রাঙ্ক না, বাস্তব। খবর এএফপির।

অলাভজনক গ্রুপ সিটি অব অ্যাসাইলামের সভাপতি হেনরি রিস সিএনএনকে বলেন, শুক্রবার যখন একজন আক্রমণকারী সাহিত্য অনুষ্ঠানের মঞ্চে রুশদির ঘাড়ে ও পেটে ছুরিকাঘাত করে আহত করে তখন ঘটনাটি বুঝতে বেশ কিছু মুহূর্ত লেগেছে। এটি বোঝা খুব কঠিন ছিল। বিষয়টি প্রাঙ্কের মতো মনে হচ্ছিল। ঘটনাটি প্রথমে বাস্তব মনে হচ্ছিল না কিন্তু যখন তার পিছনে রক্ত দেখা গেল তখন তা বাস্তব হয়ে গেল।

রিস রবিবার তার ক্ষতবিক্ষত এবং ফোলা ডান চোখের ওপর একটি বড় ব্যান্ডেজ নিয়ে হাজির হয়েছিলেন। তিনি আক্রমণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে আলোচনা করতে রাজি হননি।

কিন্তু তিনি বলেছিলেন, যখন একজন ব্যক্তি মঞ্চে দৌড়ে আসেন তখন তিনি ভেবেছিলেন ঘটনাটি ধর্মীয় ডিক্রির বাজে আদেশ, যেটি ইরানের নেতারা রুশদিকে হত্যা করার জন্য মুসলমানদের আহ্বান জানানোর ফলে হয়েছিল। এটি সত্যিকারের আক্রমণ ছিল না।

সন্দেহভাজন আততায়ী হাদি মাতারকে (২৪) পুলিশ হেফাজতে নেওয়ার আগে স্টাফ এবং অন্যান্য দর্শকরা তাকে পাকড়াও করতে ধস্তাধস্তি করে।

রিস বলেছিলেন, তিনি রুশদির সঙ্গে সিটি অব অ্যাসাইলাম আন্দোলন নিয়ে আলোচনা করবেন যা মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে চায়। আন্দোলনটি তিনি ১৯৯৭ সালে রুশদির অনুপ্রেরণামূলক ভাষণ শোনার পর শুরু করেছিলেন।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

গাজায় আরও ৭১ ফিলিস্তিনির প্রাণহানি 

ফেসবুকে রোহিঙ্গাবিদ্বেষ ছড়ানোর নেপথ্যে ছিল মিয়ানমারের জান্তা: জাতিসংঘ

রাফাহতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী: নেতানিয়াহু

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

এই বিভাগের সব খবর

শিরোনাম :