কলেজশিক্ষিকার সেই স্বামী ৫৪ ধারায় গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২২, ১৫:৪০| আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১৬:১৫
অ- অ+

নাটোরের আলোচিত কলেজশিক্ষিকা খায়রুন নাহারের স্বামী কলেজছাত্র মামুন হোসেনকে জিজ্ঞাসাবাদ শেষে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে কোর্ট পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার দুপুরে অপমৃত্যু (ইউডি) মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) এ জে মিন্টু কোর্ট পুলিশের কাছে তাকে হস্তান্তর করেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, সেখান থেকে তাকে বিকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোসলেম উদ্দিনের আদালতে হাজির করা হবে। আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হবে।

তিনি বলেন, তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। আর এ ঘটনায় যেহেতু কোনো মামলা হয়নি, তাই শিক্ষিকার স্বামী মামুনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে। ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় গুরুত্বের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/ এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা