চাটমোহরে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক সেনা সদস্য নিহত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২২, ২০:২৬
অ- অ+

পাবনার চাটমোহরে বাজার করে বাড়ি ফেরার পথে মোটর সাইকেলের ধাক্কায় মোসলেম উদ্দিন (৬৭) নামে সাবেক এক সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি একই ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে মহেলা এলাকায় বাজার শেষে চাটমোহর-পার্শ্বডাঙ্গা সড়ক ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন মোসলেম উদ্দিন। এ সময় ওই রাস্তা দিয়ে বেপরোয়া গতির এক মোটরসাইকেলচালক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়ে রক্তাক্ত জখম হন।

স্থানীরা তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাবনার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোসলেম উদ্দিন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা