কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর ৩৯ সদস্যসহ বাস নদীতে, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২২, ১৪:০৭| আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১৪:৪৭
অ- অ+

ভারতীয় নিরাপত্তা বাহিনীকে বহনকারী একটি বাস জম্মু ও কাশ্মীরের নদীতে পড়ে অন্তত ৭ সেনা নিহত হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, গাড়িটিতে ৩৯ জন সেনা ছিল। মঙ্গলবারের এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে।

বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় বলে জানা গেছে।

আতদের মধ্যে অন্তত ৬ জনের অবস্থা সংকটজনক।

এনডিটিভি জানিয়েছে, ওই সেনাদের নিয়ে বাসটি চন্দনওয়ারি থেকে পাহলগাম যাচ্ছিল। বাসটিতে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) ৩৭ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের ২ সদস্য ছিলেন।

পিটিআই জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর ওই সদস্যরা অমরনাথ যাত্রার নিরাপত্তার দায়িত্ব পালন শেষে ঘাঁটিতে ফিরছিল।

কাশ্মীর জোন পুলিশ টুইটারে জানিয়েছে, ‘অনন্তনাগ জেলার চন্দনওয়ারি পাহালগামের কাছে একটি সড়ক দুর্ঘটনায় ৬ জন আইটিবিপি কর্মী শহীদ হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য শ্রীনগরের আর্মি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

দুর্ঘটনার পরে ১৯টির মতো অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছিল এবং স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে উদ্ধার অভিযান চালানো হয়েছিল।

অনন্তনাগের ডেপুটি কমিশনার পীযূষ সিংলা জানিয়েছেন, অনন্তনাগের সরকারি মেডিকেল কলেজ, সেখানকার জেলা হাসপাতাল এবং সেয়ারের মহকুমা হাসপাতালের মেডিকেল টিমগুলোকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

নিহতদের মৃতদেহ পাহলগাম সিভিল হাসপাতালে রাখা হয়েছে। যারা গুরুতর আহত হয়েছে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং জিএমসি অনন্তনাগে রেফার করা হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/এসএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
চুয়াডাঙ্গা ও কক্সবাজারে সড়কে ঝরল পাঁচ প্রাণ
অবশেষে আন্তর্জাতিক স্বীকৃতি পেল তালেবান সরকার, দূত গ্রহণ করেছে রাশিয়া
ইরান ও ইউক্রেন নিয়ে ট্রাম্প-পুতিন এক ঘণ্টা ফোনালাপ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা