লঞ্চের ভাড়া বাড়ল ৩০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১৫:১৯ | প্রকাশিত : ১৬ আগস্ট ২০২২, ১৪:৫৮

জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রেক্ষিতে নৌযানের ভাড়া ৩০ শতাংশ পর্যন্ত বাড়ানো হলো। যাত্রীভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। নতুন ভাড়া আজ মঙ্গলবার থেকেই কার্যকর।

শতকরা ৩০ ভাগ বৃদ্ধির ফলে ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি যাত্রীভাড়া প্রতি কিলোমিটারে হবে ৩.০০ টাকা। ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের যাত্রীভাড়া হবে ২.৬০ টাকা। জনপ্রতি যাত্রীভাড়া সর্বনিম্ন ৩৩ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

২০২১ সালে নৌযানে যাত্রীভাড়া পুনর্নির্ধারণের ফলে বর্তমানে ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের যাত্রীভাড়া রয়েছে ২.৩০ টাকা। ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের যাত্রীভাড়া রয়েছে ২.০০ টাকা। সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা। এর আগে ২০১৩ ও ২০১২ সালে নৌযানের যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করা হয়।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :