নরসিংদী রেলস্টেশনে তরুণীকে হেনস্তা: পোশাক নিয়ে যা বললেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২২, ০৯:৪০| আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১১:৩৫
অ- অ+

প্রায় তিন মাস আগে নরসিংদী রেলস্টেশনে খোলামেলা পোশাক পরার কারণে হেনস্তার শিকার হয়েছিলেন এক তরুণী। এ ঘটনায় দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। আলোচিত সেই ঘটনায় পোশাক নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। তরুণী যে ধরনের পোশাক পরেছিলেন তা দেশের বাঙালি সংস্কৃতির সঙ্গে মানানসই কি না- এ প্রশ্ন তুলে আদালত বলছেন, ‘আমাদের দেশের কৃষ্টি-কালচার অনুযায়ী গুলশান-বনানীর মতো অভিজাত এলাকার কোনো অনুষ্ঠানেও এ ধরনের পোশাক দৃষ্টিকটু।’

তরুণীকে হেনস্তার প্রতিবাদ করতে ঢাকা থেকে যাওয়া ব্যক্তিদের পোশাক নিয়েও প্রশ্ন তোলেন হাইকোর্ট।

তরুণীকে হেনস্তার অভিযোগে করা মামলায় মঙ্গলবার আসামি শিলা আক্তার মারজিয়ার জামিন শুনানিতে এমন পর্যবেক্ষণই দেন আদালত।

এদিন শিলার ছয় মাসের জামিন মঞ্জুর করেন বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ।

শিলার আইনজীবী অ্যাডভোকেট মো. কামাল হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘এ জামিনের ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই।’

আদালত পর্যবেক্ষণে বলেন, ‘জামিন আবেদনকারী আইনজীবীর শুনানি অনুযায়ী একজন বয়োজ্যেষ্ঠ নারী নরসিংদী রেলস্টেশনে স্বল্প পোশাক পরিহিত এক তরুণীকে সতর্ক করেছিলেন। কারণ, ওই তরুণীর পোশাক দেশের কৃষ্টি-কালচার, সামাজিক রীতিনীতি ও বাঙালি সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে হয়নি তার।’

উল্লেখ্য, গত ১৮ মে সকালে নরসিংদী রেলস্টেশনে ঢাকাগামী ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন দুই তরুণ ও এক তরুণী। সেদিন তরুণীর পরনে ছিল জিন্স প্যান্ট ও স্লিভলেস টপস। এ পোশাক দেখে স্টেশনে অবস্থানরত একজন নারী প্রথমে নানা তীর্যক কথা বলেন। এরপর আঘাত করা হয় বলেও অভিযোগ ওঠে। এর পর আরও কয়েকজন ব্যক্তি তার ওপর হামলার চেষ্টা চালান বলে অভিযোগ রয়েছে।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় মা ও ৬ মাসের শিশুসহ ১১ জন নিহত
'সীমান্ত গৌরবে' বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা
ডিসেম্বরে নির্বাচন হবে, এমনই বিশ্বাস রাখতে চাই: মির্জা আব্বাস 
স্বাধীনতা দিবসে ঘরে বসেই দেখুন মুক্তিযুদ্ধের সাড়া জাগানো এই সিনেমাগুলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা