ঝিনাইদহে মামার লাঠির আঘাতে প্রাণ গেল ভাগ্নের

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০২২, ২১:৪৩
অ- অ+

ঝিনাইদহে মামার লাঠির আঘাতে ভাগ্নে শোলক (২৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, চাচাত মামা খাইরুল ইসলাম ছোটনের লাঠির আঘাতে তার মৃত্যু হয়।

শুক্রবার বিকাল ৫টার দিকে ঝিনাইদহ সদর হসাপাতালে তার মৃত্যু হয়।

মামা ছোটন ঝিনাইদহ সদর উপজেলার ঘোডশাল ইউনিয়নের জাদুড়িয়া গ্রামের গোলাম রসুলের ছেলে।

স্থানীয়রা জানায়, শোলক নেশাখোর ছেলেদের সাথে মিশে নেশা করত এবং তার মায়ের সাথে প্রায়ই খারাপ আচরণ করত। এমন সংবাদে গত মঙ্গলবার রাতে শোলকের চাচাতো মামা ছোটন এসে শাষণ করার জন্য ঘরের দরজা দিয়ে তাকে মারধর করেন। এতে ছোটনের মাথায় আঘাত লাগে। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার দুপুরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে শুক্রবার বিকালে মারা যান।

শোলক ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার ভবানীপুর গ্রামের মৃত সহিদুল ইসলামের ছেলে। শোলক ও তার মা শহরের ব্যাপারীপাড়ার ভাড়া বাড়িতে বসবাস করতেন।

এ ঘটনায় ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশটি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: দলিল লেখকপট্টিতে পুড়ে ছাই ২০ দোকান
আজ রাত আড়াইটায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে
ঢাকা বিভাগের ৫৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
ইলন মাস্ক 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা দিলেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ভাঙন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা