সুনামগঞ্জে খেয়ানৌকায় বাল্কহেডের ধাক্কা, আহত ২০, নিখোঁজ ২

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০২২, ২২:৫৯

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা নদীতে নৌকা দিয়ে খেয়া পারাপারের সময় খেয়ানৌকায় বাল্কহেডের ধাক্কায় ২০ জন আহত হন। এখন পর্যন্ত গোবিন্দপুরের শামছুল ইসলামকেও (৩৫) দুজন নিখোঁজ রয়েছেন। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ঘাট থেকে আজমপুর ঘাটের খেয়ানৌকা বাল্কহেডের ধাক্কার ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- আজমপুর গ্রামের আব্দুল জব্বার (৫৫), আকবর আলী (৬০), জাকির হোসেন (২৪), কাটাখালী গ্রামের লায়েবা (২২), সুনামগঞ্জের আজগর আলী (৩০)-সহ ২০ জন। অন্যদের নাম পাওয়া যায়নি।

এলাকাবাসী জানায়, উপজেলার ঘাট থেকে খেয়ানৌকা দিয়ে ৪৫-৫০ জন আজমপুর ঘাটে যাওয়ার সময় বাল্কহেডের ধাক্কা লাগে। এসময় সবাই ভয়ে নদীতে লাফিয়ে পড়ে। সবাই সাঁতরে পারে উঠলেও একজন উঠতে পারেননি বলে জানা গেছে। তার পরিচয় জানা যায়নি।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দোয়ারা বাজার এলাকার বাসিন্দা আরিফুর রহমান। প্রত্যক্ষদর্শী সুনামগঞ্জের জেলা শহরের হবতপুর গ্রামের এখলাছুর রহমান বলেন, দোয়ারাবাজার খেয়াঘাট থেকে আজমপুর ঘাটের কাছাকাছি এলে বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এতে কয়েকজন যাত্রী নদীতে নিখোঁজ হন। আমার বন্ধু গোবিন্দপুরের শামছুল ইসলামকেও (৩৫) পাওয়া যাচ্ছে না।

দোয়ারাবাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়সল আহমদ ঘটনাস্থল থেকে জানান, রাত ৮টার দিকে ইঞ্জিনচালিত নৌকাটিতে বাল্কহেডের ধাক্কা লাগে। নদীতে পড়ে কতজন নিখোঁজ- তা এখনই নিশ্চিত করা যাচ্ছে না। আমরা কয়েকটি ট্রলার নিয়ে ঘটনাস্থলের আশপাশে খোঁজাখুঁজি করছি।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :