বামজোটের হরতাল, যেটুকু উত্তাপ জিরো পয়েন্ট আর বিজয়নগরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ আগস্ট ২০২২, ১০:২২

জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে অর্ধদিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট। এতে রাজধানীবাসী অনেকদিন পর দেখলো হরতাল, যদিও ঢিলেঢালা।

বৃহস্পতিবার ভোর ছয়টায় শুরু হওয়া হরতাল চলবে দুপুর ১২টা পর্যন্ত।

হরতাল পালনে সকালেই রাস্তায় নেমেছেন হরতালকারীরা। তবে যতটুকু উত্তাপ তা শুধু পল্টন এলাকাতেই দেখা গেছে। হরতালকারীরা যানবাহন চলাচলে মৃদু বাধা দেয়ার চেষ্টা করছে। এতে মাঝে মাঝে হরতালকারীদের সঙ্গে বাস চালকদের তর্ক-বিতর্ক হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত তারা বাস ছেড়ে দিচ্ছেন। এছাড়া মোটরসাইকেলের চালকরা মাঝেমাঝেই তোপের মুখে পড়ছেন হরতালকারীদের।

এদিকে হরতাল চললেও অন্যদিনের মতোই বৃহস্পতিবার সকালে শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, মতিঝিলসহ রাজধানীর অনেক এলাকায় রাস্তায় যানবাহনের চাপ রয়েছে। পল্টন মোড়ে যেখানে হরতাল সমর্থকেরা অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন সেদিকে যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটলেও পুরো ঢাকার বাকি এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে হরতাল সমর্থকেরা পল্টন মোড় থেকে প্রথম মিছিল বের করে। মিছিলে অংশ নেওয়া বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীররা পল্টন, জিরো পয়েন্ট, বিজয়নগর পানির ট্যাংকি ঘুরে আবার পল্টন মোড়ে এসে অবস্থান নেন।

বাম জোটের নেতা-কর্মীদের যানবাহন চলাচলে বড় ধরনের বাধা সৃষ্টি করতে দেখা যায়নি, তবে বেশ কিছু যানবাহনকে অন্য পথে ঘুরিয়ে দিয়েছেন তারা।

হরতালের সমর্থনে পল্টন থেকে মিছিল বের করে ছাত্র ইউনিয়ন। এ ছাড়া বামপন্থি আরও ৯ সংগঠন হরতালের সমর্থন জানিয়ে মিছিল করেছে পল্টন এলাকায়।

এদিকে হরতালে নাশকতা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া মোড়ে মোড়ে পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। পুলিশ রাস্তায় যানবাহন ও মানুষ চলাচলে সহায়তা করছে।

(ঢাকাটাইমস/২৫আগস্ট/এমআই/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানাল রাষ্ট্র সংস্কার আন্দোলন

ভারতীয় পণ্য বর্জন চলবে: ফারুক

এই বিভাগের সব খবর

শিরোনাম :