রাজবাড়ীতে স্কুলছাত্র হত্যায় একজনের ফাঁসি ও চারজনের যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ আগস্ট ২০২২, ১৫:৪১| আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১৬:২০
অ- অ+

রাজবাড়ীতে স্কুলছাত্র নাহিদ হাসান মিদুল (১৭) হত্যা মামলায় একজনের ফাঁসি, চারজনের যাবজ্জীবন ও দুজনকে খালাস দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ দণ্ডাদেশ দেন।

এ সময় মামলার দুই নম্বর আসামি রুবেলকে (২১) মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং মামলার অপর আসামি রাফিজুল মন্ডল (২৬), পিয়ারুল (২১), পিয়াল (২০) ও মো. রায়হানকে (২১) যাবজ্জীবনসহ ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া এলেম (২২) ও ফরিদ (২৭) নামের দুই আসামিকে খালাস দেন আদালত।

জানা গেছে, ২০১৪ সালের ১৯ জুন রাজবাড়ীর ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র নাহিদ হাসান মিদুলকে স্কুলের পাশের রেল ক্যারেজের ভেতরে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। পরে ওই ঘটনায় ২১ জুন নিহত স্কুলছাত্র মিদুলের বাবা আব্দুল মমিন মোল্লা বাদী হয়ে সাতজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ বিচারক এ দণ্ডাদেশ দেন।

এতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট উজরি আলী সন্তোষ প্রকাশ করলেও অসন্তোষ প্রকাশ করেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নেকবর হোসেন মনি। তবে তিনি উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

(ঢাকাটাইমস/২৫আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা