একাত্তরের পরাজিতরাই ১৫ আগস্টের ষড়যন্ত্রকারী: প্রাণিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২২, ১৫:২৪
অ- অ+

যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পরাজয় মেনে নিতে পারেননি তারাই ১৫ আগস্টের হত্যার ষড়যন্ত্রকারী বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

শনিবার (২৭ আগস্ট) সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকাস্থ পিরোজপুর জেলা সমিতি এ আয়োজন করেন।

প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘যারা একাত্তরের পরাজয় মেনে নিতে পারেননি তারাই বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্র করেছিল। জিয়াউর রহমান ছিল বঙ্গবন্ধু হত্যার মাস্টার মাইন্ড। খুনিদের সঙ্গে জিয়ার বৈঠক হয়। সেখানে জিয়া বলেছেন, গো এহেড। পরবর্তীতে খুনিদের নার্সিং করেছেন জিয়া, এরশাদ ও খালেদা। জিয়া মুক্তিযুদ্ধের চেতনাকে বিপরীতমুখী করেছিলেন।’

প্রাণীসম্পদ মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সম্পূর্ণ বিচার এখনো হয়নি। এ হত্যার পেছনে যারা ছিলেন তাদের বিচার হয়নি। হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের অনেকেই এখনো খোলস পড়ে ঘুরে বেড়াচ্ছে।’

শ ম রেজাউল করিম বলেন, ‘বঙ্গবন্ধু দায়িত্ব পালনকালে সাড়ে ৩০০ আইন প্রণয়ন করেছিলেন। কৃষিবিপ্লবের সূচনা করেছিলেন বঙ্গবন্ধু, সেটি আজকে বাস্তবে পরিণত করেছেন তারই কন্যা। সব কিছুর মধ্যে বঙ্গবন্ধুর অস্বিত্ব খুঁজে পাওয়া যায়।’

পিরোজপুর জেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা এম শামসুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রুস্তম আলী ফরাজী এমপি প্রমুখ।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/এমআই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা