দুদকে দুই ডিডির প্রেষণে নিয়োগ

দুর্নীতি দমন কমিশনে (দুদক) দুজন উপপরিচালক (ডিডি) পদমর্যদার কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপসচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এই দুজন কর্মকর্তা পুলিশের অতিরিক্ত সুপার পদমর্যাদার।
প্রজ্ঞাপনে বলা হয়, কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায় এবং কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাতকে দুদকের ডিডি হিসেবে প্রেষণে নিয়োগ দিয়ে তাঁদের চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করেছে সরকার।
(ঢাকাটাইমস/৩১আগস্ট/এএ/কেএম

মন্তব্য করুন