রাজবাড়ীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২২, ২০:৪০
অ- অ+

রাজবাড়ীর খানখানাপুরে আরিফুল ইসলাম রকি নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি খানাপুর সর্দার পাড়া এলাকার রাজ্জাক শেখের ছেলে। নিহত আরিফুল পেশায় পোলট্রি মুরগি ব্যবসায়ী ছিলেন।

শনিবার বিকাল সাড়ে ৫টার সময় খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা ছয়টার দিকে ইউনিয়ন পরিষদ সংলগ্ন ১নং ওয়ার্ডের একটি দোকানে রাকিব শেখ বসে ছিলেন। এ সময় অজ্ঞাত কয়েক দুর্বৃত্ত সেখানে গিয়ে অতর্কিতভাবে রাকিবকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তার বুকে ও গলায় তিনটি গুলি লাগে এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি শাখাওয়াত হোসেন জানান, কারা কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনৈতিক দলের বিচারের বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর
হবিগঞ্জে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫০
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট
আবেগবশত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সরকারকে রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা