জার্মান রাষ্ট্রদূতের মেয়াদ বাড়ল এক বছর

জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার চুক্তির মেয়াদ বেড়েছে এক বছর। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিয়োজিত সাবেক জ্যেষ্ঠ সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসিকে তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় একই শর্তে চলতি বছরের আগামী ২৪ সেপ্টেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে একই পদে সরকারি চাকরি আইন ২০১৮ এর-৪৯ অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
(ঢাকাটাইমস/১৪ সেপ্টেম্বর/এএ/কেএম)

মন্তব্য করুন