রাজধানীর হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী, মুগদায় দুজনের মৃত্যু

চলতি মাসের শুরু থেকেই রাজধানীসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ ব্যাপক বেড়েছে। মশাবাহী এই রোগে আক্রান্ত হয়ে রাজধানীর হাসপাতালগুলোতে দৈনিক ভর্তির সংখ্যা বেড়েই চলছে, যা পরিস্থিতি খারাপের দিকেই ইঙ্গিত করছে। মঙ্গলবার মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে।
পরিস্থিতি খারাপের দিকে গেলেও সচেতনতা বাড়েনি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই অন্যান্য বছরের মতো চলতি বছরও বিশাল সংখ্যক মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছেন এবং অনেকে মারা যাচ্ছেন। কিন্তু একটু সচেতন হলেই ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন বলছে, দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। সব মিলিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫৬০ জনে। তবে এ সময়ে নতুন কোনো রোগীর মৃত্যু হয়নি।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে মঙ্গলবারই (২০ সেপ্টেম্বর) নতুন ৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
হাসপাতালের ডাটা এন্ট্রি অপারেটর মাহমুদা আক্তার লিজা ঢাকাটাইমসকে জানান, মঙ্গলবার দুজন ডেঙ্গু রোগী মারা গেছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২২ জন।
তবে মুগদায় দুজনের মৃত্যুর তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের গত ২৪ ঘণ্টার প্রতিবেদনে আসেনি। এটি পরের ২৪ ঘণ্টার তথ্যে যুক্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার ভর্তি হয়েছে ২৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন। পুরোপুরি সুস্থ না হলেও পরিবারের অনুরোধে বাড়ি ফিরেছেন তিন জন। তবে ঢাকা মেডিকেলে ডেঙ্গুতে নতুন কোনো রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ময়নুল হক নাম একজন ঢাকাটাইমসকে বলেন, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে সোমবার ভর্তি করিয়েছি আমার ছোট ভাইকে। জ্বরে আক্রান্ত থাকা অবস্থায় নিয়ে এসেছি তাকে। হাসপাতালে পরীক্ষা করার পর জানা গেছে ডেঙ্গু আক্রান্ত হয়েছে। ফলে বাধ্য হয়ে ভর্তি করিয়েছি হাসপাতালে।
ময়নুল হক ঢাকাটাইমসকে বলেন, আমার ভাইকে হাসপাতালে না আনলে জানতামই না এতো বেশি ডেঙ্গু রোগী ভর্তি আছে এখানে।
মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. মো. নিয়াতুজ্জামান ঢাকাটাইমসকে বলেন, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছেই। আজ মঙ্গলবার ৯৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছে। এর মধ্যে শুধু মঙ্গলবারই নতুন ভর্তি হয়েছে ৪২ জন। সুস্থ হয়ে বাড়ি গেছেন ২২ জন ডেঙ্গু রোগী। শিশু ডেঙ্গু আক্রান্ত আছে ১৮ জন।
নিয়াতুজ্জামান ঢাকাটাইমসকে বলেন, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে সেপ্টেম্বরের শুরু থেকে ক্রমাগত বেড়েই চলছে ডেঙ্গু রোগী। প্রতিদিন ডেঙ্গু রোগী ভর্তির হার বাড়ছেই। ঢাকার সব এলাকা থেকে আমাদের হাসপাতালে রোগী ভর্তি হচ্ছে। রাজধানীর বাইরে থেকেও রোগীদের আগমন দেখার মতো। যেমন শরীয়তপুর, মাদারীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লার রোগীরাও ভর্তি আছে আমাদের হাসপাতালে।
নিয়াতুজ্জামান ঢাকাটাইমসকে বলেন, মূলত এডিস মশার কামড় এড়িয়ে চলাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায়। তাই মশার আবাসস্থল ধ্বংস করে মশার বংশবিস্তার প্রতিরোধ করতে হবে। এ জন্য এডিস মশার বংশবিস্তারের উপযোগী বিভিন্ন আধারে, যেমন: কাপ, টব, টায়ার, ডাবের খোলস, গর্ত, ছাদ ইত্যাদিতে আটকে থাকা পানি অপসারণ করতে হবে।
মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক বলেন, সিটি করপোরেশনের নজরদারি আরো বাড়ানো উচিত। প্রতিটি এলাকায় ডেঙ্গু নিধন কর্মসূচির দিকে একটু বেশি জোর দিতে হবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক ঢাকাটাইমসকে বলেন, সবাই দেখতে পারছে ডেঙ্গু রোগী বাড়ছেই। তবে আমাদের ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে কমই রোগী আসছে। আমাদের হাসপাতালে ১২টি ইউনিট কাজ করছে ডেঙ্গু রোগী নিয়ে। মাঝে মধ্যে করোনা ভাইরাস ও ডেঙ্গু একসঙ্গে আক্রান্ত হয়েও রোগী আসতে দেখা যায়। আমরা তখন দুটি রোগেরই একসঙ্গে চিকিৎসা সেবা দিচ্ছি।
নাজমুল হক ঢাকাটাইমসকে বলেন, একমাস আগে রোগীর সংখ্যা যা ছিল, সে তুলনায় বর্তমানে রোগীর সংখ্যা বেড়েছে।
নাজমুল হক ঢাকাটাইমসকে বলেন, এডিস মশা শুধু দিনের বেলায় কামড়ায়। ফলে দিনের বেলায়ই এ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে। এটি বর্ষা মৌসুমেই সাধারণত দেখা দেয়। বিভিন্ন স্থানে চার/পাঁচ দিন জমে থাকা বৃষ্টির পানি ও অপরিষ্কার পানি হলো এডিস মশার বংশ বিস্তারের জায়গা। মশার বংশবিস্তার বন্ধ করতে পারলে এ রোগ ছড়ানোর ঝুঁকিও কমে যায়।
(ঢাকাটাইমস/২০ সেপ্টেম্বর/ পিআর/কেএম)
সংবাদটি শেয়ার করুন
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত
স্বাস্থ্য এর সর্বশেষ

দুই ধরনের ডায়াবেটিসের মধ্যে কোনটি বেশি ভয়ানক? জানুন, সাবধান হোন

ডেঙ্গুতে মৃত্যু ১৬০০ ছাড়াল

ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৭৫৯

ক্যানসার ও ডায়াবেটিসের যম তেজপাতা! আরও কত রোগ সারে জানুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু

ডায়াবেটিস নিয়ন্ত্রণে ম্যাজিকের মতো কাজ করে যে পাঁচ খাবার

আগামী প্রজন্মের স্বার্থে এখনই ই-সিগারেট নিষিদ্ধ করতে হবে

এক দিনে ডেঙ্গুতে মৃত্যু ৮, শনাক্ত ১০৮৪

হিমেল বাতাসে ধুলাবালির বাড়বাড়ন্ত-সঙ্গে শ্বাসকষ্টজনিত রোগ, করণীয় কী?
