রাজধানীতে দুই কিশোরী ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৬:২৮
অ- অ+

রাজধানীর কদমতলী এলাকায় দুই কিশোরীকে ধর্ষণের মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, সোহেল বেপারী (৩৮), রানা বেপারী (৩২) ও আক্তার আলী (৩৮)। এ সাজার পাশাপাশি তাদের ১ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাস কারাভোগের আদেশ দেন আদালত।

অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সজল নামে এক আসামিকে বেকসুর খালাস দেন ট্রাইব্যুনাল।

মামলার অভিযোগে বলা হয়, রাজধানীর কদমতলী থানাধীন নোয়াখালী পট্টিস্থ গেসুর বাড়ির ভাড়াটিয়া আব্দুর রাজ্জাক মাতবরের বাড়িতে মামলার আসামি ও দুই ভিকটিম পরিবারসহ ভাড়া থাকতেন। ২০২০ সালের ৮ অক্টোবর রাত ১০ দিকে আসামিরা সুযোগ বুঝে ভাড়া থাকা দুই ভুক্তভোগীর বাসার দরজায় 'নক' করেন। বাসার দরজা খুললে আসামিরা বাসায় ঢুকে দরজা লাগিয়ে তাদের ধর্ষণ করেন।

ওই ঘটনায় আসামিদের বিরুদ্ধে কদমতলী ইদ্রিস বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

২০২১ সালের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। মামলাটির বিচার চলাকালীন সময় ২৪ জন সাক্ষীর মধ্যে ১১ জন সাক্ষ্য দেন।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা