‘অপারেশন সুন্দরবন’ দেখে আইফোন জেতার সুযোগ

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩৬ | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩৪

সিনেমা দেখে আইফোন-১৪ সিরিজের নতুন মোবাইল হ্যান্ডসেট জেতার সুযোগ দিল মুক্তি প্রতিক্ষীত বহুল আলোচিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। মঙ্গলবার বসুন্ধরা সিটিতে সিনেমাটির প্রিমিয়ারে এমন ঘোষণা দেয় র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

২৩ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর সিনেমা হলে গিয়ে ‘অপারেশন সুন্দরবন’ উপভোগ করলেই দর্শক আইফোন জেতার সুযোগ পাবেন বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

আল মঈন বলেন, ‘বিভিন্ন সিনেমা হলে ড্রপবক্স থাকবে। যারা বিভিন্ন সিনেমা হলে গিয়ে ‘অপারেশন সুন্দরবন’ দেখবেন, তারা টিকেটের পেছনে নাম ও মোবাইল নম্বর লিখে ড্রপবক্সে জমা দেবেন। ১ নভেম্বর সুন্দরবন দস্যুমুক্ত দিবস। ওইদিন লটারির মাধ্যমে ২০ জন ভাগ্যবানকে আইফোন ১৪ উপহার দেওয়া হবে।’

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনে র‌্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত হয়েছে ‘অপারেশন সুন্দরবন’। র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড প্রযোজিত এ সিনেমা পরিচালনা করেছেন দীপংকর দীপন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দেশের ৩৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ (মেজর সায়েম সাদাত), নুসরাত ফারিয়া (তানিয়া কবির, একজন বাঘ গবেষক), জিয়াউল রোশান (লেফটেনেন্ট কমান্ডার রিশান রায়হান), রিয়াজ (ইশতিয়াক আহমেদ, ব্যাটালিয়ান কমান্ডার), মনোজ প্রামাণিক (সাজু), সামিনা বাশার (পাখি), তাসকিন রহমানসহ (রকিব) অনেকে।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এলএম/এএইচ)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :