মৌলভীবাজারে কিশোর গ্যাংয়ের চার সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২২, ২২:২৯
অ- অ+

মৌলভীবাজারের শমশেরনগর থেকে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করে পুলিশ।

বৃহস্পতিবার সকালে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা বনিক কল্যাণ সমিতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সহযোগিতায় তদের আটক করে। আটকরা হলেন- শমশেরনগর ইউনিয়নের কেছুলুটি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জামি মিযা (১৮), একই গ্রামের কপিল মিয়ার ছেলে জিহাদ মিযা (১৫), হরমুজ মিযার ছেলে রুহুল আমিন ও আবদাল হেসেনের ছেলে তামিম মিযা (১৫)। তাদের কাছ থেকে চুরির ২৬টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৫০০ টাকাসহ তাদের আটক করা হয়। এছাড়া চুরির বিভিন্ন সরঞ্জামসহ মোবাইল কার্ড, এমবি কার্ডও উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে শমশেরনগর বাজারের স্টেশন রোডের রিপন টেলিকম দোকানের টিনের চালা কেটে তারা চুরি করে।

রিপন টেলিকম দোকানে মালিক এই ঘটনায় কমলগঞ্জ থানায় চুরির অভিযোগ করেন। রিপন আহমেদ জানান, তার ১০ থেকে থেকে ১২ লক্ষ টাকার মালামাল ও নগদ টাকাসহ চুরি করে নিয়ে যায় চক্রটি।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকাটাইমসকে বলেন, দোকানের টিনের চাল কেটে প্রবেশ করে নগদ টাকাচুরি করে। চোরাই কৃত এ মাল উদ্ধার করা হয়। পরবর্তীতে দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী চারজনকে গ্রেপ্তার করে কমলগঞ্জ থানায় পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫ পেলো ওয়ালটন
বগুড়ায় বাড়ির সামনে পড়ে ছিল যুবকের রক্তাক্ত লাশ  
টঙ্গীতে মোবাইল ছিনতাই করতে গিয়ে গার্মেন্টস শ্রমিক মাহফুজকে হত্যা
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে Industry Academia Collaboration Summit-2025 শুরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা