ধর্ষণে সাড়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা নারী

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২২, ২১:১১| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ২১:১২
অ- অ+

জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নে (২৩) বছর বয়সী এক নারীকে মো. সজল (২৭) নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের শিকারে সাড়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।

অভিযুক্ত মো. সজল মিয়া ওই ইউনিয়নের (ওমান প্রবাসী) মো. রফিকুল ইসলামের ছেলে।

এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন ওই নারী ও তার পরিবার। ওই নারীর বাবার অভিযোগ, স্থানীয় ইউপি সদস্য এই ঘটনাটি সমঝোতা করার দেওয়ার জন্য একাধিক তারিখ নিয়েছেন, কিন্তু ঘটনা এখনো কোনো সমঝোতা হয়নি।

অন্তঃসত্ত্বা ওই নারী বলেন, ‘সজলের বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি। আমার অন্য এক জাগায় বিয়ে হয়েছে ছিল। পরে সজলের সাথে প্রেমের সম্পর্ক হয়, সেখানে থেকে আমাকে এক বছর আগে ছাড়িয়ে আনে সজল বিয়ে করবে বলে। গত চৈত্র মাসের ১৮ তারিখ শুক্রবার রাত ১০টায় আমার ঘরে ঢুকে ধর্ষণ করে। ওই দিন বাড়ি মা বাবা ছিল না, তারা সবাই নানা বাড়িতে ছিল। কিছু আগে আমি অসুস্থ হলে আমার মা আমাকে নিয়ে টেস্ট করালে জানতে পারি আমার পেটে সাড়ে পাঁচ মাসের বাচ্চা। পরে সব জানাজানি হয়। আমি এ ঘটনার বিচার হয়‌।'

ওই নারীর বাবা বলেন, ‘আমি গরিব মানুষ, ঘটনা জানার পর মেম্বারকে জানিয়েছি। আজ এ ১৫ দিন ধরে বলছে মীমাংসা করে দেবে। কিন্তু কেউ মীমাংসা করে দিচ্ছে না‌ মীমাংসার করবে বলে তারিখ দিছে- কিন্তু কেউ করে না। এখন মেয়েকে নিয়ে কার কাছে যাব, কী করব?’

ওই নারীর চাচা বলেন, মেম্বার এ ঘটনায় নিয়ে কয়েকবার সালিশ বসার কথা বলে। কিন্তু সালিশি হয়নি। শুক্রবার আবার রাতে চেয়ারম্যান, মেম্বারসহ সালিশি বসার কথা। এখন রাতের সালিশি হবে কি না তাও জানি না।

অভিযুক্ত সজলের বাড়িতে কেউ না থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কুলিয়া ইউনিয়নে ইউপি সদস্য উজ্জ্বলের সাথে এ বিষয়ে মোবাইল ফোনে কথা বলতে গেলে কয়েকবার ফোন রিসিভ করে কেটে দেন। এ বিষয় নিয়ে তিনি কোন কথা বলেননি।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘আমার কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।’

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির পদযাত্রায় হামলা, পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিলেন নেতারা
বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ
মিটফোর্ডে সোহাগ হত্যা: মামলার এজাহার থেকে পাঁচজনের নাম বাদ দেয় কে? জানালেন ডিএমপি কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা