মেসির জোড়া গোল, বিশ্বকাপের জার্সিতে হন্ডুরাসকে হারাল আলবিসেলেস্তেরা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৯| আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১০:২৯
অ- অ+

বিশ্বকাপের অ্যাওয়ে জার্সিটা অনেক আগেই প্রকাশ করেছিল আর্জেন্টিনা। এবার সেই জার্সিতেই হন্ডুরাসকে গুড়িয়ে দিয়েছে মেসিরা।

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে শুক্রবার রাতে লিওনেল মেসির জোড়া আঘাতে ৩-০ গোলে ম্যাচটা জিতে নেয় কোচ লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।

এদিকে ম্যাচের ১৬ মিনিটে মাঝমাঠ থেকে মেসির বাড়ানো বল বক্সে খুঁজে পায় আলেহান্দ্রো পাপু গোমেজকে। তার স্কয়ার করা বলটি সহজ এক ট্যাপ ইনে লাওতারো মার্টিনেজ জড়িয়ে দেন হন্ডুরাসের জালে।

এছাড়া এ ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে আলবিসেলেস্তেরা ছড়ি ঘুরিয়েছে শুরু থেকেই। প্রথম গোলের পরও সে সুতোয় ঢিল দেননি। তবে এর মাসুলও গুণতে হয়েছে! পুরো ম্যাচে ফাউল হজম করতে হয়েছে মোট ১২টা। তারই একটা ৩৮ মিনিটে করা হয়েছিল মেসিকে।

এরপরি পেলেন গোলের দেখা। ৪৫ মিনিটে বক্সে লাওতারোকে ফাউল করায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। বিরতিতে যায় ২-০ গোলে এগিয়ে থেকে।

বিরতির কিছুক্ষণ পরই মেসি পান দ্বিতীয় গোলের দেখা। মাঝমাঠ থেকে এনজো ফার্নান্দেজের বাড়ানো বল বক্সের বাইরে থেকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে পাঠিয়ে দেন হন্ডুরাসের জালে।

এতে ৩-০ ব্যবধানে মাঠ ছাড়ে মেসিরা। পরবর্তী প্রস্তুতিতা আগামী ২৮ সেপ্টেম্বর জ্যামাইকার বিপক্ষে সারবে আর্জেন্টিনা।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা