ঘরে তালা, ভেতরে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত মরদেহ

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৩:০৭| আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৩:১৩
অ- অ+

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় হাত-মুখ বাঁধা অবস্থায় বসতঘর থেকে এক বৃদ্ধ দম্পতির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন— নজির উদ্দিন (৭০) ও তার স্ত্রী ফরিদা খাতুন (৬০)।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকার পুরাতন বাজার পাড়ার বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

প্রতিবেশীরা জানান, সকালে নজির উদ্দিনের বাড়িতে কোন সাড়াশব্দ না পেয়ে ডাকাডাকি করেন তারা। পরে জানালা দিয়ে তাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নজির জমি জালিয়াতি চক্রে জড়িত ছিলেন। জমিজমা-সংক্রান্ত বিরোধের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারণা।

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, নজির উদ্দিনকে শৌচাগারের ভেতর হাত-পা বেঁধে শ্বাসরোধে ও তার স্ত্রীকে ঘরের মেঝেতে ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হয়েছে।

তিনি আরও বলেন, বৃদ্ধার পাশে পড়ে থাকা ছোট কাঁচি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত করা হয়েছে বলে মনে হচ্ছে। বিস্তারিত জানতে সিআইডিকে খবর দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এসএম/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা