না ফেরার দেশে নির্মাতা সাখাওয়াৎ মানিক

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৫ | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩১

দীর্ঘদিন হেপাটাইটিস বি রোগে ভুগে মারা গেলেন নাট্য নির্মাতা সাখাওয়াৎ মানিক। শনিবার রাত ৯টার দিকে পাবনায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সাখাওয়াৎ মানিকের মৃত্যুর খবর গণমাধ্যমকে জানিয়েছেন টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টর গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর।

পাশাপাশি মানিকের মৃত্যুতে ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে একটি শোকবার্তাও দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘মরহুমের আত্মার শান্তি কামনা করছি এবং ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

এদিকে নির্মাতা সাখাওয়াৎ মানিকের মৃত্যুকে শোক জানিয়েছেন ছোট পর্দার অনেক তারকাও।

পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার পাবনার বেড়া থানার পেঁচাকোলা গ্রামে বাদ জোহর সাখাওয়াৎ মানিকের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে পারিবারিক গোরস্থানে তার দাফন হবে। চার বোন দুই ভাইয়ের মধ্যে মানিক ছিলেন সবার বড়।

প্রয়াত এই নির্মাতা উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে ‌‘কাঠ গোলাপের সৌরভ’, ‘শেয়ার ফিফটি ফিফটি’, ‘আকাশ গঙ্গা’, ‘মনোবাস’, ‘আই মিস ইউ’, ‘কেন মিছে নক্ষত্রেরা’ ইত্যাদি। একক ও ধারাবাহিক মিলিয়ে তিনি শতাধিক নাটক বানিয়েছেন সাখাওয়াৎ মানিক।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এএইচ)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :