হাসপাতালে ভর্তি রোগীকে কেবিনে নিয়ে ধর্ষণ, ওয়ার্ডবয় গ্রেপ্তার

মুন্সিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২২, ২০:৫০
অ- অ+

মুন্সিগঞ্জের সিরাজদিখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন একরোগীকে কেবিনে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ে কর্মরত অভিযুক্ত ওয়ার্ডবয় রাজিব মিয়াকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার বিকালে হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযুক্ত ওয়ার্ডবয়ের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ১৫ বছর বয়সী ভুক্তভোগী কিশোরী সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন গত বৃহস্পতিবার।

শনিবার রাতের দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের চুক্তিভিত্তিক ওয়ার্ডবয় মো. রাজিব মিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কেবিনে নিয়ে তাকে ধর্ষণ করেন। বিষয়টি অন্য রোগীরা দেখে হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। কর্তৃপক্ষের দেওয়া তথ্য ও ভুক্তোভোগীর মায়ের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতাল থেকে রাজিব মিয়াকে গ্রেপ্তার ও কিশোরীকে হেফাজতে নেওয়া হয়েছে।

কিশোরীর মা অভিযোগ করে বলেন, হাসপাতালে মহিলা ওয়ার্ডে ভর্তি থাকা এক রোগী আমাকে ঘটনাটি জানান। আমার মেয়ে ছিল ১৩ নম্বর বেডে। রাজিব তাকে ১ নম্বর বেডে নিয়ে ধর্ষণ করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা জানান, ভুক্তভোগী নারীর মায়ের অভিযোগ পেয়ে পুলিশকে জানানো হলে পুলিশ অভিযুক্ত ওয়ার্ডবয়কে ধরে নিয়ে যায়। ভুক্তভোগী কিশোরীকে মেডিকেল পরীক্ষা করা হবে।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় প্রেসক্লাবের সদস্য ও পরিবারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
ধানে কারেন্ট পোকার আক্রমণ, দিশেহারা জামালপুরের কৃষক 
ফরিদপুরে দেড় লাখ টাকায় ‘বিক্রি হওয়া’ সেই শিশু উদ্ধার
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল ইসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা