ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগরে আল্লাহ ও মহানবীকে নিয়ে কটূক্তি, আটক ১

ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৩:১১ | প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৮

ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগরে আল্লাহ ও মহানবীকে নিয়ে কটূক্তি করায় অভি চক্রবর্তী (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার নাটঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভি চক্রবর্তী জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের মৃত খোকন চক্রবর্তী ঠাকুরের ছেলে। প্রায় ১৫ বছর পূর্বে অভির বাবা খোকন চক্রবর্তী নবীনগরের নাটঘর মন্দিরের দায়িত্ব পান। তারপর থেকে তারা নাটঘর বসবাস করছে।

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নামাজ নিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন উপজেলার নাটঘর গ্রামের মো. তুষার নামে এক ব্যক্তি। তিনি লিখেছিলেন, ‘তুমি নামাজ পড়া শুরু কর, নামাজ তোমাকে বদলাতে শুরু করবে ইনশাআল্লাহ্’। তার এই পোস্টের কমেন্টে নামাজ, আল্লাহ ও হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে অভি চক্রবর্তী। বিষয়টি নিয়ে গ্রামের আলেম সমাজ প্রতিবাদ করে এবং প্রশাসনকে অবগত করে। পরে পুলিশ নাটঘর গ্রামের অভিকে তার বাড়ি থেকে আটক করে।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার বলেন, অভি চক্রবর্তী সামাজিক যোগাযোগ মাধ্যমে মহান সৃষ্টিকর্তা ও নবীজিকে নিয়ে কটূক্তি করায় তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :