তিস্তার তীরে ভেসে এল অজ্ঞাত মরদেহ

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:০১
অ- অ+

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদী থেকে অজ্ঞাতপরিচয় (৫৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পাঁচপীর-চিলমারী সড়কের তিস্তা ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সেরাজুল হক ঢাকাটাইমসকে জানান, তিস্তা নদীর স্রোতে ভাসতে ভাসতে অজ্ঞাত মরদেহটি তিস্তা ব্রিজ এলাকায় নদীর তীরে আটকে যায়। দুপুরে স্থানীয় দেখে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মরদেহের পড়নে ছিল সাদা চেক লুঙ্গি ও গায়ে ছিল ডাক্তারদের পরিহিত এপ্রোন। তার গায়ের রং শ্যাম ও মুখে দাঁড়ি রয়েছে বলেও জানান তিনি।

স্থানীয়দের ধারণা পঞ্চগড়ের নৌকা ডুবির ঘটনায় মরদেহটি ভেসে সুন্দরগঞ্জে আসতে পারে।

তবে পুলিশের ধারণা, এটি নীলফামারীর ডিমলা এলাকা থেকে ভেসে আসতে পারে।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলার যুবারা
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা