ছেলের জন্মদিনে একসঙ্গে কেক কাটলেন শাকিব-অপু, চাইলেন দোয়া

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৮| আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১০:০৫
অ- অ+

ঢালিউড সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন ছিল মঙ্গলবার। আর এই জন্মদিনে বাবা-মাকে একসঙ্গে নিয়ে কেক কেটেছেন জয়।

বুধবার রাতে অপু বিশ্বাস জন্মদিনের বেশকিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন। তাতে দেখা গেছে, শাকিব খান জয়কে কেক খাওয়াচ্ছেন। আবার অন্য একটি ছবিতে অপু বিশ্বাস তার ছেলে জয়সহ শাকিব খানের বাবা-মায়ের সঙ্গে দেখা যাচ্ছে। ছবিগুলোর ক্যাপশনে অপু লিখেছেন, ‘একটি সুখী পরিবারের কিছু মুহুর্ত। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরই ছবিগুলো নিয়ে শুরু হয়েছে বেশ আলোচনা। অনেকেই ছবিগুলো দেখে অভিনন্দন জানাচ্ছেন। আবার অনেকেই ধারণা করছেন হয়তো ফের এক হচ্ছেন শাকিব-অপু। এখন সেই উত্তরের জন্য শুধুই সময়ের অপেক্ষা।

শাকিব-অপু বিয়ে করেছিলেন ২০০৮ সালে। তবে ক্যারিয়ারের কথা বিবেচনা করে দুজনই খবরটি গোপন রাখেন। ২০১৭ সালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে শিশু আব্রামকে কোলে নিয়ে হাজির হন অপু। তখনই তাদের বিয়ে ও সন্তান জন্মদানের বিষয়টি প্রকাশ্যে আসে।

ওই ঘটনার কিছুদিন পরই বিচ্ছেদের আবেদন করেন শাকিব। সেটা কার্যকর হয় ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এলএম/এমআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা