অবতরণের সময় বিমানে ত্রুটি, সৈয়দপুর থেকে ঢাকার ফ্লাইট বাতিল

নীলফামারী প্রতনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১২:০৪ | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১১:২৯

বাতিল করা হলো নীলফামারীর সৈয়দপুর থেকে ঢাকার একটি ফ্লাইট। বুধবার রাত ৯টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় বাংলাদেশ বিমানের বিজি-৪৯৬ উড়োজাহাজের সামনের চাকার নোজ হুইলে ত্রুটি দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নেয় বিমান কর্তৃপক্ষ।

ঘটনার পর ঢাকাগামী বিমানের ২৫ যাত্রীকে সৈয়দপুর শহরের বিভিন্ন আবাসিক হোটেলে রেখে রাত্রিযাপনের ব্যবস্থা করে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বাংলাদেশ বিমানের বিজি-৪৯৬ উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে এসে রাত পৌনে ৯টায় অবতরণ করে সৈয়দপুর বিমানবন্দরে। এ সময় উড়োজাহাজের সামনের চাকার নোজ হুইলে ত্রুটি দেখা দেয়। এতে সৈয়দপুর বিমানবন্দর থেকে রাত ৯টায় ২৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের নির্ধারিত সূচি বাতিল করা হয়।

এ ঘটনায় ঢাকাগামী ওই উড়োজাহাজের ২৫ যাত্রী আটকা পড়ায় যাত্রীদের বিভিন্ন আবাসিক হোটেলে রাত্রিযাপনের ব্যবস্থা করে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে অপর একটি উড়োজাহাজে ওই যাত্রীদের ঢাকা পৌঁছানোর কথা।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :