কুষ্টিয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯ রোগী

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৪ | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৩:৫৬

কুষ্টিয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাব্বী সর্দার (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাব্বী ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের রাজা সর্দারের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে লেবার হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে রাব্বী জ্বরে আক্রান্ত হলে তাকে প্রথমে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকরা নিশ্চিত করেন।

সেখানে অবস্থার উন্নতি না হলে গতকাল বুধবার বিকেলে রাব্বীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে তার মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন ঢাকাটাইমসকে জানান, রাব্বী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আরও ৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :