নভেম্বরে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৭:০৮ | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:০৮

চলতি বছরে নভেম্বর মাসে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারিখ চূড়ান্ত না হলেও ২৩ থেকে ৩০ নভেম্বরের মধ্যে সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী।

সফর উপলক্ষে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, নভেম্বরের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রীর জাপান সফর চূড়ান্ত। সফরের তারিখ ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়াদি নিয়ে উভয়পক্ষ কাজ করছে। এ সফরের মধ্য উন্নয়ন অংশীদার জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

সফরে দুদেশ বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারক বা চুক্তি করতে পারে। বাংলাদেশ আরও জাপানি বিনিয়োগ চাইতে পারে। অন্যদিকে ইন্দো-প্যাসিফিক রূপকল্প বাস্তবায়ন কৌশলে বাংলাদেশকে পাশে চাইবে জাপান। তবে ঢাকা এ কৌশলের অর্থনৈতিক বা উন্নয়নভিত্তিক উদ্যোগের বাইরে সামরিক বা অন্য কোনো উদ্যোগে অংশীদার হতে চায় না।

বাংলাদেশ-জাপানের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীর বছরে টোকিও সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, সর্বশেষ ২০১৯ সালে জাপান করেছিলেন শেখ হাসিনা। এর আগে ২০১৪ সালে জাপান সফর করেন প্রধানমন্ত্রী।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/ওএফ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :