কাতারে বাংলাদেশি প্রকৌশলীদের মিলনমেলা

বাংলাদেশ ও কাতার উভয় দেশের উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকার পাশাপাশি কাতারে অত্যাধুনিক স্টেডিয়াম নির্মাণসহ আসন্ন বিশ্বকাপের প্রস্তুতির জন্য কাতারি নেতৃত্বের প্রশংসার পাশাপাশি টেকসই উন্নয়নের জন্য পরিবেশবান্ধব প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন রাষ্ট্রদূত জসিম উদ্দিন।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) কাতার চ্যাপ্টার আয়োজিত ৭৪তম ইঞ্জিনিয়ারস ডে উদযাপন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসিম উদ্দিন।
বুধবার রাজধানী দোহার ক্রাউন প্লাজা হোটেলে প্রকৌশলী মোস্তাক আহমেদ ও প্রকৌশলী সাইফুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী গাজী মোহাম্মদ বদরুদ্দোজা।
বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী শফিকুল আলম, প্রকৌশলী আনোয়ার হোসেন আকন ও প্রকৌশলী জালাল আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী বিএম কামাল হোসেন ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ হাফিজ উদ্দিন ঢালী।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ড. আজাদ আশরাফ ও প্রকৌশলী রাফিউল বিশ্বাস।
বাংলাদেশ দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তাসহ নেপাল, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ান ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের কমিটির সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও পৃষ্ঠপোষকের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এলএ)
সংবাদটি শেয়ার করুন
প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
প্রবাসের খবর এর সর্বশেষ

ফ্রান্সে গণহত্যা দিবসের শহীদদের স্মরণ করল বাংলাদেশ দূতাবাস

ইতালিতে এমিরেটস এয়ারলাইন্স-পপুলার ট্রাভেলসের পার্টনারশিপ উদযাপন

অবৈধভাবে ইতালি যাওয়ার সময় ট্রাক থেকে ২৩ বাংলাদেশি উদ্ধার

রমজানের কারণে লিসবনে আগাম ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উদযাপন

ইতালিতে জনতা এক্সচেঞ্জ কোম্পানি এসআরএলের গ্রাহক সমাবেশ

ইতালিতে প্রবাসী নারীদের নিয়ে পিঠা উৎসব

আরাভ খান দুবাইয়ে আটক?

কাতারে ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

বাঙালি জাতি রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর অনন্য অবদান স্মরণ
