ইচ্ছামতো দামে বিক্রি করায় ইনফিনিটিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২২, ২১:০৫
অ- অ+

বাইরের দেশ থেকে আনা প্রসাধনী সামগ্রীর গায়ে নির্ধারিত মূল্যের ট্যাগ স্টিকার কেটে ইচ্ছামতো দাম বসিয়ে পণ্য বিক্রি ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস সংরক্ষণের দায়ে রাজধানীর মোহাম্মদপুরের ‘ইনফিনিটি’কে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা করে। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের অপরাধে আরও ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মো. আব্দুল জব্বার মন্ডল, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী ও সহকারী পরিচালক মো. শাহ আলম।

ভোক্তা অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মো. আব্দুল জব্বার মন্ডল বলেন, ‘জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় দেশব্যাপী ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এর আগে বুধবারও রাজধানীর কারওয়ান বাজার, উজানপুর, উত্তরখান বাজার, নিউমার্কেট, ইস্টার্ন মল্লিকাসহ সারা দেশে ৪১টি বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসব অভিযানে বিভিন্ন অপরাধে ১০০টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ লাখ ৮১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৪১ জন কর্মকর্তার নেতৃত্বে চলে এসব অভিযান।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এসকেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বন্যার্তদের পাশে বিজিবি: ফেনীতে ২০০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ
বৃহস্পতিবারের কুমিল্লা বোর্ডের  এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা