আ.লীগ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর: আইনমন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১৪:০৩ | প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২২, ১৩:৪০

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আওয়ামী লীগ বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের রাধামাধব কেন্দ্রীয় আখড়া মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

সব ধর্ম-বর্ণ তাদের অধিকারকে রক্ষা করে অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ করবে বিএনপি- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ফখরুল সাহেব যেটি বলেছেন তাতে মনে হচ্ছে তাদের বোধোদয় হয়েছে, সেইটা যদি তারা ধরে রাখতে পারে তাহলে ভালো কথা।

আনিসুল হক তার বক্তব্যে বলেন, আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার। আমরা বিশ্বাস করি সকলকে তাদের ধর্ম পালন করার অধিকার দেওয়া এবং সুবিধা দেওয়া সরকারের কাজ। আমরা সেই সুবিধা-অধিকার দিয়ে আসছি, দিয়ে আসব।

সভায় সভাপতিত্ব করেন রাধামাধব আখড়ার নির্বাহী সভাপতি চন্দন কুমার ঘোষ।

মন্ত্রী দুর্গাপূজা উপলক্ষে ২২টি দুর্গাপূজা মন্দিরের নেতাদের হাতে শুভেচ্ছা উপহার স্বরূপ নগদ ৮ হাজার টাকা করে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার আনিসুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক দীপক কুমার ঘোষ প্রমুখ।

(ঢাকাটাইমস/৩অক্টোবর/এআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

কেরানীগঞ্জে আ.লীগের নির্বাচনি প্রচারে যুবদলের নেতারা!

বিএনপির আরও তিন নেতা বহিষ্কার

জেল-জুলুমের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না: সালাম

রাজধানীতে যুবদলের প্রতিবাদ সমাবেশ ১১ মে

৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত গণতন্ত্রকে ধ্বংস করেছে বিএনপি: ওবায়দুল কাদের

আ.লীগ জনগণকে কবরস্থ ক‌রে ক্ষমতা দখলে রাখতে চায়: রিজভী

বাংলাদেশ ও ভারত ভবিষ্যৎ বিশ্বে নানা ক্ষেত্রে নেতৃত্ব দেবে: ড. সেলিম মাহমুদ

রাজনৈতিক দলগুলো কথা বন্ধ রাখলে গণতন্ত্র পিছিয়ে পড়বে: স্থানীয় সরকারমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা ওড়ানোসহ ছাত্রলীগের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

একদলীয় শাসনে বাংলাদেশে আজ মুক্ত গণমাধ্যম অনুপস্থিত: মঈন খান

এই বিভাগের সব খবর

শিরোনাম :