দাম চড়েছে কোমল পানীয়র

পুলক রাজ, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ২৩:৩০ | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২২, ২৩:১৫

দেশজুড়ে সব পণ্যে শুরু হয়েছে মূল্যবৃদ্ধির প্রতিযোগিতা। দুই থেকে তিন মাসের ব্যবধানে বাজারে কোমল পানীয়র দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। ২৫০ মিলি লিটারের কোমল পানীয় পণ্যের দাম ৫ টাকা বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বুধবার সরেজমিনে দেখা গেছে,রাজধানীর বিভিন্ন বাজার পাড়া মহল্লায় কমল পানীয় ২৫০ মি.লি মেরিন্ডা ২০ টাকা থেকে ৫ টাকা বেড়ে ২৫ টাকা, ৬০০ মি.লি স্প্রাইট ৩৫ থেকে ৫ টাকা বেড়ে ৪০ টাকা,২ লিটার কোকাকোলা ১১০ থেকে ১০ টাকা বেড়ে ১২০ টাকা, টাকা,২৫০ মি.লি কোকাকোলা ২০ থেকে ৫ টাকা বেড়ে ২৫ টাকা,পেপসি ২৫০ মি.লি ১৫ থেকে ৫ টাকা বেড়ে ২০ টাকা, সেভেন আপ ২৫০ মি.লি ২০ থেকে ২৫ টাকা,২৫০ মি.লি ফ্রুটিকা ২২ থেকে ৩ টাকা বেড়ে ২৫ টাকা, ২৫০ মি.লি ড্রিংকো ২৫ থেকে ৫ টাকা বেড়ে ৩০ টাকা,২৫০ গ্রাম ডিউ ১৫ থেকে ৫ টাকা বেড়ে ২০ টাকা, আরসিকোলা লেমন ১৫ থেকে ৫ টাকা বেড়ে ২০ টাকা,২৫০ মি.লি জিরা পানি ২০ থেকে ৫ টাকা বেড়ে ২৫ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়াও, ২৫০ গ্রাম ক্যান মাউন্ট ডিউ ৪০ থেকে ১০ টাকা বেড়ে ৫০ টাকা, ২৫০ মি.লি প্রাণ লাচ্ছি ২২ থেকে ৩ টাকা বেড়ে ২৫ টাকা, ২৫০ গ্রাম স্টার শিপ ২৫ থেকে ৫ টাকা বেড়ে ৩০ টাকা ও ১২৫ মি.লি চকলেট মিল্ক ড্রিংকস ১৫ থেকে ৫ টাকা বেড়ে ২০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর রামপুরা এলাকার আফসার স্টোরের মালিক শিমুল মিয়া ঢাকা টাইমসকে বলেন, তীব্র গরমে তৃষ্ণা মেটাতে বিভিন্ন ধরনের কোমল পানীয় পণ্যের চাহিদা বেশি। ২৫০ মি.লি কোমল পানীয় পণ্যের মূল্য ৫ টাকা আর এক লিটার ১০ টাকা করে বেড়েছে। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে ৫ টাকা বেশি দামের জন্য ক্রেতারা না খেয়ে চলে যায়।

এলিফ্যান্ট রোড এলাকার রাইছা এন্টারপ্রাইজের মালিক তালেব রহমান ঢাকা টাইমসকে বলেন, ‘এসব পণ্যের মূল্য আগে থেকেই বেড়ে গেছে। আরো নাকি বাড়ানোর চিন্তাধারা করছে কোম্পানিগুলো। আরো যদি দাম বাড়ায় আমি কোমল পানীয় পণ্য বিক্রি বন্ধ করে দেব।’

পূর্ব রাজাবাজার এলাকার ক্রেতা শামছুল আলম ঢাকা টাইমসকে বলেন, ‘দাম বাড়ার আগে তৃষ্ণা মেটাতে প্রচুর কোমল পানীয় পান করতাম। কিন্তু দাম বেড়ে যাওয়ার পর থেকে একদম কমিয়ে দিয়েছি।’

শামছুল আলম বলেন, ‘এসব পণ্যের দাম কমানো উচিত। কারণ সব পণ্যের দাম বেড়ে গেছে। প্রায় সময় মেহমান বসায় আসা যাওয়া করে। তখন কোমল পানীয় কিনতে হয়।’

সেগুনবাগিচার এলাকার এক ক্রেতা মানিক মিয়া বলেন, কোমল পানীয় পণ্য এমনিতেই ক্ষতিকারক। এর মধ্যে মূল্যবৃদ্ধি, আমার মনে হচ্ছে এসব পণ্য বর্জন করা উচিত।’

(ঢাকাটাইমস/০৬অক্টোবর/পিআর/এআর)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

ভ্যাট ফাঁকি বন্ধ করতে ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি ডিভাইস বসানোর উদ্যোগ নেওয়া হবে: অর্থ প্রতিমন্ত্রী

পাটজাত পণ্যের বৈশ্বিক বাজারকে কাজে লাগাতে হবে: পাটমন্ত্রী

অধ্যাপক খলীলী ব্যাংক এশিয়ার বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত

স্বর্ণের দাম কমল ভরিতে ৩ হাজার ১৩৮ টাকা

জনতা ব্যাংকের ম‌্যানেজার্স ইন্ডাকশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে স্থানান্তরিত হলো ন্যাশনাল ব্যাংক ডিজাস্টার রিকভারি সাইট

ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন

টেকসই প্রবৃদ্ধি অর্জন করছে ওয়ালটন, মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা

মিনিস্টারের শতকোটি টাকার ঈদ উপহার জিতে আনন্দিত ক্রেতারা 

সোশ্যাল ইসলামী ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

এই বিভাগের সব খবর

শিরোনাম :