চাচ্চু শাকিব খানের নায়িকা হওয়ার প্রশ্নে দীঘি বললেন, ‘পসিবল না’

শিশুশিল্পী হিসেবে একসময় দর্শকের মন ভরিয়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। পেয়েছেন তিন তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেই ছোট্ট দীঘি এখন পুরোদস্তুর নায়িকা। এরইমধ্যে নায়িকা হিসেবে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। কাজ চলমান আরও কয়েকটির। তারই মাঝে গুঞ্জন, শাকিব খানের নায়িকা হতে চলেছেন দীঘি।
২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘চাচ্চু’ ছবিতে দীঘির চাচ্চুর ভূমিকায় অভিনয় করেছিলেন। সে সময় পর্দার বাইরেও নাকি শাকিব খানকে চাচ্চু বলে ডাকতেন এই নায়িকা। তাই কিং খানের নায়িকা হওয়ার খবরে দীঘি সাফ জানিয়ে দিলেন, ‘ছোটবেলায় যাকে চাচ্চু ডেকেছি, তার সঙ্গে পসিবল না।’
দীঘি বলেন, ‘আমার মনে হয় না তার সঙ্গে শাড়ি মেলিয়ে নাচ করা বিষয়টা খুব ইজি হবে। আমি একজনকে ছোটবেলায় চাচ্চু বলে ডেকেছি। বাবা বলেছি। তার সঙ্গে ইজিলি গান গেয়ে নাচব, এটা পসিবল না। যারা করেনি ছোটবেলায়, তাদের জন্য ইজি। বাট আমার জন্য ইজি না। আমি নিজেও মানতে পারব না, দর্শকরা তো আরও মানতে পারবে না। তবে চরিত্র ডিমান্ড করলে সেটা ভেবে দেখব। কিন্তু আমি নট শিওর এবাউট ইট।’
অভিনয়ের পাশাপাশি দীঘি এখন সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করছেন। কিছুদিন আগে ভর্তি হয়েছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগে। বর্তমানে পড়াশোনা আর শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটছে তার।
(ঢাকাটাইমস/৬অক্টোবর/এলএম/এজে)
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

জায়েদ-সায়ন্তিকার বিচার উপরওয়ালার কাছে দিলাম: প্রযোজক

বিয়েতে না আসায় কটাক্ষ! ছোট বোন পরিণীতিকে যে বার্তা দিলেন প্রিয়াঙ্কা

স্বামীর ধর্মকে শ্রদ্ধা জানিয়ে মেয়ের যে নাম রাখলেন স্বরা ভাস্কর

অসম্ভব সেই ইতিহাস গড়েই ফেললেন শাহরুখ খান!

এবার ভাগনিকে বলিউডে আনছেন সালমান খান

এক সিনেমায় পরী-বুবলী, শুটিং শুরু ভারতে

চট্টগ্রাম ডুবলেই মানুষ আমার হাতে মাছ ধরিয়ে দেয়: রিয়াজ

রাফি খুবই ভালো খেলে: তমা মির্জা

সৃজিতের জন্মদিনে কোলে চড়ে বসলেন মিথিলা! স্বামীকে উপহার কী দিলেন?
