চাচ্চু শাকিব খানের নায়িকা হওয়ার প্রশ্নে দীঘি বললেন, ‘পসিবল না’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২২, ১৪:২৭
অ- অ+

শিশুশিল্পী হিসেবে একসময় দর্শকের মন ভরিয়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। পেয়েছেন তিন তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেই ছোট্ট দীঘি এখন পুরোদস্তুর নায়িকা। এরইমধ্যে নায়িকা হিসেবে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। কাজ চলমান আরও কয়েকটির। তারই মাঝে গুঞ্জন, শাকিব খানের নায়িকা হতে চলেছেন দীঘি।

২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘চাচ্চু’ ছবিতে দীঘির চাচ্চুর ভূমিকায় অভিনয় করেছিলেন। সে সময় পর্দার বাইরেও নাকি শাকিব খানকে চাচ্চু বলে ডাকতেন এই নায়িকা। তাই কিং খানের নায়িকা হওয়ার খবরে দীঘি সাফ জানিয়ে দিলেন, ‘ছোটবেলায় যাকে চাচ্চু ডেকেছি, তার সঙ্গে পসিবল না।’

দীঘি বলেন, ‘আমার মনে হয় না তার সঙ্গে শাড়ি মেলিয়ে নাচ করা বিষয়টা খুব ইজি হবে। আমি একজনকে ছোটবেলায় চাচ্চু বলে ডেকেছি। বাবা বলেছি। তার সঙ্গে ইজিলি গান গেয়ে নাচব, এটা পসিবল না। যারা করেনি ছোটবেলায়, তাদের জন্য ইজি। বাট আমার জন্য ইজি না। আমি নিজেও মানতে পারব না, দর্শকরা তো আরও মানতে পারবে না। তবে চরিত্র ডিমান্ড করলে সেটা ভেবে দেখব। কিন্তু আমি নট শিওর এবাউট ইট।’

অভিনয়ের পাশাপাশি দীঘি এখন সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করছেন। কিছুদিন আগে ভর্তি হয়েছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগে। বর্তমানে পড়াশোনা আর শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটছে তার।

(ঢাকাটাইমস/৬অক্টোবর/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলার যুবারা
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা