টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২২, ০৭:৪০| আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০৮:২০
অ- অ+

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যচে আজ মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ফলে কিছুক্ষণের মধ্যেই ফিল্ডিং করতে নামবে টাইগাররা।

শক্তিমত্ত্বার বিচারে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে পাকিস্তান। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি কর্তৃক প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের বর্তমান অবস্থান চার নম্বরে। শীর্ষ তিন দল ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার পরেই তাদের অবস্থান। সেখানে ২২৪ রেটিং পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছে টাইগাররা।

আবার এখন পর্যন্ত পরস্পরের মোকাবিলাতেও অনেকটা এগিয়ে রয়েছে পাকিস্তান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি মোট ১৫ বার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে। এর মধ্যে ১৩বারই জিতেছে বাবর আজমের পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশ জিততে পেরেছে মাত্র দুটি ম্যাচে। তবে আশার বাণী হলো, নিজেদের শেষ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান হারলেও আরব আমিরাতের বিপক্ষে জিতেছে বাংরাদেশ।

বাংলাদেশ একাদশ:

মেহেদি হাসান মিরাজ, সাব্বির রহমান, লিটন কুমার দাস, আফিফ হোসেন(অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, ইয়াসির আলি রাব্বী, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

পাকিস্তান একাদশ:

মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম(অধিনায়ক), শান মাসুদ, ইফতেখার আহমেদ, শাদাব খান, হায়দার আলি, আসিফ আলি, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, হ্যারিস রউফ ও শাহনেওয়াজ ধানি।

(ঢাকাটাইমস/০৭অক্টোবর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা