চুয়াডাঙ্গায় চিকিৎসকের বাসা থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা গায়েব

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২২, ১৪:১২| আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১৬:২৫
অ- অ+

চুয়াডাঙ্গায় ডা: পরিতোষ কুমার ঘোষ নামে এক চিকিৎসকের বাসা থেকে ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখ টাকা গায়েব হয়েছে বলে জানা গেছে।

জেলা সদর হাসপাতাল সড়কের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

ডা: পরিতোষ কুমার ঘোষ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) চিকিৎসক।

ডা: পরিতোষ ঢাকাটাইমসকে জানান, স্ত্রী সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকার একটি ভবনের চতুর্থ তলায় বসবাস করছেন তিনি। গত ১ অক্টোবর দুর্গাপূজা উদযাপনে স্ত্রী সন্তান নিয়ে ফরিদপুরে শ্বশুরবাড়িতে যান তিনি।

ধর্মীয় উৎসব উদযাপন শেষে বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গায় আসেন। বাসায় প্রবেশ করে দেখেন আলমারির ভেতর রাখা নগদ প্রায় এক লাখ টাকা ও ১৫ ভোরি সোনার গহনা সেখানে নেই। কিন্তু বাসার কোনো তালা ভাঙা হয়নি। আলমারির তালা ভাঙারও কোনো আলামত নেই। বিষয়টি পুলিশকে জানিয়েছি। আজ লিখিত অভিযোগ করবো।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ ঢাকাটাইমসকে বলেন, চিকিৎসকের মৌখিক অভিযোগে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে রহস্য উন্মোচনসহ গায়েব হওয়া মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।

(ঢাকাটাইমস/৭অক্টোবর/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা