গ্যাস সংকটে চরম ভোগান্তিতে সোনারগাঁবাসী

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১৩:৪৬ | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২২, ১২:৪২

গ্যাস সঞ্চালন লাইনে কাজ করার জন্য ৭ দিন গ্যাসের স্বল্প চাপ থাকার ঘোষণা দেওয়ার পর রবিবার সকাল থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন স্থানে গ্যাস সংকটে পড়তে হয়েছে গ্রাহকদের। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার পরিবার।

সোমবার বিভিন্ন এলাকয় ঘুরে দেখা যায়, গ্যাস না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে হাজার হাজার পরিবারকে। রান্না বন্ধ হয়ে গেছে তাদের। বিশেষ করে গ্যাস না থাকায় ছোট শিশুদের খাবার তৈরিতে বেশি সমস্যা হচ্ছে।

কাঁচপুর এলাকার বাসিন্দা দেলোয়ার বলেন, হঠাৎ গ্যাস সরবারাহ বন্ধ হয়ে যাওয়ায় রান্না বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন গ্যাস ব্যবহার করায় লাকড়ির চুলোয় রান্না করা সম্ভব হচ্ছে না। তাই হোটেল থেকে খাবার এনে খেতে হচ্ছে। অনেকেই শুকনো খাবার-চিড়া, মুড়ি, রুটি-কলা খেয়ে দিন পার করছেন।

উপজেলার পিরোজপুর এলাকার বাসিন্দা রায়হান হোসেন বলেন, আজ থেকে ৭ দিন গ্যাস থাকবে না বিষয়টি মেনে নেওয়া যায় না। দিনের বেলা বন্ধ থাকলেও রাতে অন্ততপক্ষে চালু করে দেওয়া উচিত। হঠাৎ করে দিন-রাত সমানে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে ৭ দিন বন্ধ রাখলে চলবে না। আমরা তিতাসগ্যাস কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনে নামবো।

মোগরাপাড়া এলাকার গৃহিণী ইয়াসমিন বেগম বলেন, এভাবে গ্যাস সরবরাহ বন্ধ করায় চরম বিপাকে আছি আমরা। ৭ দিন নয়, দ্রুত এর সমাধান হওয়া দরকার।

এ বিষয়ে তিতাস গ্যাসের সোনারগাঁ শাখার টেকনি শিয়ান মোস্তফিজুর রহমান বলেন, মিল কারখানায় গ্যাস না থাকার কারণে আমরা সঞ্চালন লাইনে কাজ করছি।

তাই ৭ দিন পর্যন্ত কয়েকটি স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। কাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

(ঢাকাটাইমস/৮নভেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :