ম্যাচ ও সিরিজসেরা স্যাম কুরান

ফাইনাল ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতে বিশ্বকাপের অষ্টম আসরের মিশন শেষ করল ইংল্যান্ড। এর মাধ্যমে পর্দা নামল এবারের আসরের। ফাইনালে দুর্দান্ত বোলিং করে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন স্যাম কুরান। আর পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা এই ইংলিশ তারকাই হয়েছেন সিরিজসেরা ক্রিকেটার।
মেলবোর্নে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানকে বেশি রান তুলতে দেননি ইংল্যান্ডের বোলাররা। বলতে গেলে স্যাম কুরানই দমিয়ে রাখেন পাকিস্তানি ব্যাটারদের। পাওয়ার প্লেতে দুই ওভার বল করে মাত্র ৫ রান দিয়ে তুলে নেন মোহাম্মদ রিজওয়ানের উইকেট।
এরপর নিজের দ্বিতীয় স্পেলে বল করতে এসে ১৯তম ওভারে মাত্র ৩ রান দিয়ে দারুণ ছন্দে থাকা শান মাসুদকে সাজঘরের পথ ধরান এই বাঁ-হাতি বোলার। ১৯তম ওভারে দিয়েছেন মাত্র ৪ রান, নিয়েছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের উইকেট। ফলে ৪ ওভারে মাত্র ১২ রানের খরচায় পেয়েছেন তিনটি উইকেট।
শুধু ফাইনালেই নয়, পুরো টুর্নামেন্টে দুর্দান্ত বোলিং করেন ২৪ বছর বয়সী কুরান। মাত্র ৬ ম্যাচে ১৩টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় দুই নম্বরে অবস্থান তার। তার উপরে থাকা লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা প্রথমপর্বসহ মোট ৮ ম্যাচ খেলে নিয়েছেন ১৫টি উইকেট।
এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে ইংল্যান্ড। আর ওই ম্যাচেই ফাইফারের দেখা পান স্যাম কুরান। বিশ্বকাপের অষ্টম আসরে একমাত্র ফাইফার এটিই। আইরিশদের কাছে হারের দিনে দুটি উইকেট পেয়েছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষেও দুটি উইকেটের দেখা পান এই বাঁ-হাতি পেসার। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে একটি ও পাকিস্তানের বিপক্ষে নিলেন তিনটি উইকেট।
(ঢাকাটাইমস/১৩নভেম্বর/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

শামসুন্নাহারের হ্যাটট্রিক, ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

প্রথমার্ধেই ভুটানের জালে বাংলাদেশের মেয়েদের দুই গোল

ফের সাম্বা ডি’অর জিতলেন নেইমার

ভারতকে হারিয়ে সাফের ফাইনালে নেপালের মেয়েরা

লো-স্কোরিং ম্যাচে চট্টগ্রামের জয়, হারে মিশন শেষ ঢাকার

বাংলাদেশকে ক্রিশ্চিয়ানো রোনালদোর সালাম

যে কারণে ঢাকার শেষ ম্যাচের একাদশে নেই তাসকিন

জয়ে শেষ করতে ঢাকার দরকার মাত্র ১১৯ রান

পাকিস্তানের কাছে ৬ উইকেটে হার জ্যোতিদের
