ভারতের বিশ্বকাপ ব্যর্থতা: চেতন শর্মাসহ পুরো নির্বাচক কমিটি বরখাস্ত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ১২:৩৭ | প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২২, ১০:৩৯

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে লজ্জাজনক হারের খেসারত দিতে হলো ভারতীয় ক্রিকেট বের্ডের নির্বাচকদের পাঁচ সদস্যের কমিটিকে। ক্রিকেটার বা কোচের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলেও দলের বাজে পারফর্মেন্সের কারণে বরখাস্ত করা হয়েছে সাবেক পেসার চেতন শর্মাসহ কমিটির সবাইকে। সেই সঙ্গে নতুন নির্বাচক কমিটিও আহ্বান করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই।

এবারের বিশ্বকাপ আসরের পুরোটা জুড়ে খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি দলের কয়েকজন ক্রিকেটার। সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে ভারতকে। এমনকি সেমিতে ইংল্যান্ডের কাছে হারতে হয়েছে ১০ উইকেটের ব্যবধানে, যার খড়গ পড়ল নির্বাচক কমিটির ওপর।

পেসার চেতন শর্মা ছাড়াও এই কমিটিতে ছিলেন সুনিল জোসি, হারভিন্দার সিং ও দেভাশিষ মোহান্ত।

নির্বাচক প্রধান হিসাবে চেতন শর্মার কাজ পছন্দ না হওয়ার একাধিক কারণ বোর্ড কর্তারা দেখাচ্ছেন। বলা হচ্ছে, ক্রিকেটারদের সঠিকভাবে ম্যানেজ করতে পারেননি তিনি। বহু ক্রিকেটার তাঁর আমলে জাতীয় দলে সুযোগ পেয়েছেন ঠিকই। কিন্তু এদের বেশিরভাগই নিয়মিত সুযোগ না পাওয়ায় নিজেদের জায়গা পাকা করে উঠতে পারেননি। বড্ড বেশি পরীক্ষা-নিরীক্ষার ফলে ভারতীয় দলে এখন অধিক সন্ন্যাসীতে গাজন নষ্টের সমস্যা। বারবার ক্রিকেটারদের চোট, কাউকে বাদ দেওয়া হলে তাঁকে নিয়ে অস্পষ্টতা, ইত্যাদি বহু অভিযোগ রয়েছে চেতনের বিরুদ্ধে।

বিসিসিআই থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিদায়ের পরই ভারতীয় দলের নির্বাচকপ্রধান চেতন শর্মার ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছিল। বিশ্বকাপে ভারতীয় দলের ব্যর্থতার পর চেতনের বিদায় একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। শুক্রবার বিসিসিআই সেই জল্পনাতেই সিলমোহর দিল। কিন্তু প্রশ্ন থাকছে, দলের ব্যর্থতার দায় কি শুধুই নির্বাচকদের উপর বর্তায়? নির্বাচকদের চাকরি গেলে তো টিম ম্যানেজমেন্টের উপরও আঙুল ওঠা উচিত।

এদিকে নির্বাচক কমিটিকে বরখাস্তের পর নতুন নির্বাচক নিয়োগ দিতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এক বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, 'পুরুষ ক্রিকেট দলের জন্যে পাঁচ জন জাতীয় নির্বাচক আহ্বান করা হচ্ছে। যোগ্যতা হিসাবে ভারতের হয়ে কমপক্ষে সাতটি টেস্ট ম্যাচ খেলা বা ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা, ১০টি একদিনের ম্যাচ এবং ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা প্রাক্তন ক্রিকেটারদের থেকে আবেদন চাওয়া হয়েছে। অন্তত পাঁচ বছর আগে অবসর নিয়েছেন এমন প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বোর্ডের কোনো ক্রিকেট কমিটিতে পাঁচ বছর কাটিয়েছেন, এ রকম কেউ আবেদন করতে পারবেন না। ২৮ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করা যাবে।'

ঢাকাটাইমস/১৯নভেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :