অর্থ পাচার তদন্তে ব্যর্থতার কারণ জানালেন দুদক চেয়ারম্যান

বিশেষ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ নভেম্বর ২০২২, ১৭:১২

দুর্নীতি দমন কমিশন (দুদক) দেশ থেকে অর্থ পাচার তদন্তে কেন ব্যর্থ তার ব্যাখ্যা দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ মঈন আবদুল্লাহ। তিনি বলেছেন, যেসব দেশে অর্থ পাচার হয় যেসব দেশের সঙ্গে আমরা সরাসরি যোগাযোগ করতে পারি না। এ ছাড়া দুদকের তফসিলভুক্ত ২৮টি অপরাধের মধ্যে একটি রেখে বাকিগুলো অন্য সংস্থায় ভাগ করে দেওয়া হয়েছে। আমাদের হাতে রয়েছে মাত্র একটি অপরাধের অনুসন্ধান তদন্তের ভার। অর্থ পাচারের তথ্য পেতে হলে আমাদের বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা নিতে হয়।

দুদকের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান।

সোমবার বিকালে দুদক কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠানিক মতবিনিময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দুদক কমিশনার জহুরুল হক, ড. মোজাম্মেল হক খান ও দুদক সচিব মাহবুব হোসেন।

অর্থ পাচারে জড়িতদের বিরুদ্ধে দুদকের কোনো দৃশ্যমান কাজ নেই কেন- সাংবাদিকদের এমন প্রশ্নে মঈন আবদুল্লাহ বলেন, আমরা কোনো দেশের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আমাদের ‘ইউনাইটেড নেশনস কনভেনশন এগেইনেস্ট করাপশন’-এর নীতি অনুসরণ করে আমাদের অর্থ পাচারের বিষয়ে কাজ করতে হয়। কেননা, আমরা কনভেনশনে সাক্ষর করেছি।

দুদক চেয়ারম্যান বলেন, কানাডাসহ কয়েকটি দেশে পাচারকরা বেশ কিছু অর্থ আমরা অবরুদ্ধ করেছি। ওই সম্পদ জব্দ হবে যখন মামলার বিচার শেষ হবে।

কমিশনার ড. মোজাম্মেল হক খান বলেন, অর্থ পাচারের বিরুদ্ধে দুদক কী করেছে সবাই জানতে চায়। আক্রমনের তীরটা আমাদের দিকে। কিন্তু আমরা তো সাত ভাগের একভাগ। আরো সাতটি প্রতিষ্ঠান তদন্তে রয়েছে। আমরা অভিযোগের জবাবও দিতে পারছি না।

ড. মোজাম্মেল বলেন, মানি লন্ডারিংয়ের নামে আমরা যে বোঝা বহন করছি, অথচ এ বোঝা আমাদের না। এ জন্য আমরা আইনে সংশোধনীর জন্য লেখালেখি করেছি। সরকার যদি আমাদের বক্তব্যকে যথাযথ মনে করে তাহলে আইনে পরিবর্তন আসবে। আইনে পরিবর্তন হলে এর সমাধান হবে। না হলে সম্ভব না। তিনি বলেন, মানি লন্ডারিং তদন্তে আমাদের সাফল্য যেহেতু শতভাগ, ফলে তদন্তের এখতিয়ার দেওয়া হলে তখন আর সমস্যা হবে না।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/এমএম/কেএম)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের মূলহোতা গ্রেপ্তার, বিপুল কনটেন্ট জব্দ

এফডিসিতে সাংবাদিকদের উপর হামলা: ১১ সদস্যের তদন্ত কমিটি

স্ত্রীসহ নিজেকে নির্দোষ দাবি করে ডিবিতে যা বলেছেন কারিগরি বোর্ডের চেয়ারম্যান

শেরপুরের ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

খেলনার প্যাকেটে আমেরিকা থেকে এসেছে কোটি টাকার গাঁজার চকলেট-কেক

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদক

উপবৃত্তির টাকা দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৮

সনদ জালিয়াতি: কারিগরি বোর্ডের ওএসডি চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি

বুথ ভেঙে নিরাপত্তাকর্মীকে হত্যা, বেরিয়ে এল রহস্য

জাল সার্টিফিকেট: প্রয়োজনে কারিগরি বোর্ডের চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :