নেদারল্যান্ডস-সেনেগাল: প্রথমার্ধে নেই গোলের দেখা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ নভেম্বর ২০২২, ২২:৫৮

কাতার বিশ্বকাপের দ্বিতীয় দিনে চলছে দ্বিতীয় দিনের খেলা। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে পরস্পরের বিপক্ষে মাঠে নেমেছে নেদারল্যান্ডসও সেনেগাল। ইতিমধ্যে শেষ হয়েছে প্রথমার্ধের খেলা। এখন পর্যন্ত গোল আদায় করতে পারেনি কোনো দল।

কাতারের আল থুমামা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে দারুণ খেলছে নেদারল্যান্ডস ও সেনেগাল। বল দখল কিংবা আক্রমণে কেউ কাউকেই ছেড়ে কথা বলছে না। বলতে গেলে সমানতালেই খেলেছে উভয় দল।

প্রথমার্ধের পুরো সময়ের ৪৬ শতাংশ সময় নিজেদের কাছে বল রাখতে সক্ষম হয়েছে তুলনামূলক কম শক্তিশালী দল সেনেগাল। অপরদিকে ম্যাচের ৫৪ শতাংশ সময় নিজেদের কাছে বল রেখেছে নেদারল্যান্ডসের ফুটবলাররা। বল দখলে খানিকটা পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে আফ্রিকান দলটিই। ডাচরা অনটার্গেট কোনো শট নিতে না পালেও প্রতিপক্ষে গোলবার একটি শট নিতে সক্ষম হয়েছে নেদারল্যান্ডস।

সেনেগাল একাদশ:

এডুয়ার্ডো মেন্ডি, পাপে আবু সিসে, কালিদু কৌলিবালি, আবদু দিয়ালো, ইউসুফ সাবালি, নাম্পালিস মেন্ডি, ইদ্রিসা গুইয়ে, চেইখৌ কৌইয়াতে, বৌলায়ে দিয়া, ক্রেপিন দিয়াত্তা, ইসমাইলা সার।

ফরমেশন (৪-৩-৩)

কোচ: আলিউ সিসে।

নেদারল্যান্ডস একাদশ:

আনেদ্রস নোপার্ট, ভিরগিল ফন ডাইক, নাথান একে, ম্যাথিস ডি লাইট, ড্যালি ব্লিন্ড, ডেনজেল ডামফ্রিয়েস, কোডি গাকপো, স্টিভেন ভার্গুইস, ফ্রেঙ্কি ডি ইয়ং, স্টিভেন বার্গুইন, ভিনসেন্ট ইয়ানসেন।

কোচ: লুইস ফন গাল

(ঢাকাটাইমস/২১নভেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :