শুরু হলো ভাবনার ‘যাপিত জীবন’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২২, ১৬:২৫
অ- অ+

মঙ্গলবার থেকে শুরু হলো আশনা হাবিব ভাবনার নতুন সিনেমা ‘যাপিত জীবন’-এর দৃশ্যধারণের কাজ। সেলিনা হোসেনের উপন্যাস ‘যাপিত জীবন’ অবলম্বনে স্বনামে সিনেমাটি নির্মাণ করছেন ভাবনার বাবা হাবিবুল ইসলাম হাবিব। এখানে ভাবনার বিপরীতে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ।

ঢাকা টাইমসকে ভাবনা জানান, রাজবাড়ী জেলার গোয়ালন্দে মঙ্গলবার সিনেমাটির শুটিং শুরু হয়েছে। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত এই জেলার বিভিন্ন এলাকায় চলবে শুটিং।’

‘যাপিত জীবন’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ভাবনা। তার চরিত্রের নাম আনজুম। এই চলচ্চিত্রটি ক্যারিয়ারে স্মরণীয় হয়ে থাকবে বলে ভাবছেন ভাবনা। কারণ এই সিনেমার মধ্য দিয়ে একইসঙ্গে দুটি ইচ্ছা পূরণ হচ্ছে তার।

ভাবনা বলেন, ‘সিনেমাটির মাধ্যমে প্রথমবার বাবার পরিচালনায় কাজ করছি। অন্যদিকে, এই সিনেমা নির্মাণ হচ্ছে খ্যাতিমান লেখিকা সেলিনা হোসেনের লেখা ‘যাপিত জীবন’ উপন্যাস অবলম্বনে। এমন একজন বড় মাপের লেখিকার গল্পের চরিত্র হওয়া গর্বের বিষয়। চরিত্রটি করতে পারছি, এটা আমার জন্য আনন্দের।’

সিনেমার পরিচালক হাবিবুল ইসলাম হাবিব জানান, ‘সিনেমার কাজ দ্রুত শেষ করার পরিকল্পনা আছে। আশা করছি জানুয়ারির মধ্যে শুটিং শেষ হয়ে যাবে। ফেব্রুয়ারির মধ্যে পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হবে। ২০২৩ সালের জুন-জুলাইয়ের দিকে মুক্তি পেতে পারে সিনেমাটি।’

মেয়ে ভাবনাকে নিয়ে কাজ করার প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘বাবা হিসেবে নয়, অভিনেত্রীর জায়গা থেকেই ভাবনাকে সিলেক্ট করেছি। আনজুম চরিত্রের জন্য অভিনয় জানা একজন অভিনেত্রী দরকার ছিল। ভাবনাকে দেখেছি কাজ করতে গিয়ে সে রিসার্চ করে, কাজটার জন্য সময় নিয়ে নিজেকে প্রস্তুত করে- যা অনেক তারকাই করেন না।’

নির্মাতা বলেন, ‘ভাবনা চরিত্রের ভেতরে ঢুকে গিয়ে অভিনয় করে। আমার মনে হয়েছে এই চরিত্রে যদি ভাবনাকে পাওয়া যায় তাহলে সে চরিত্রটা ভালোভাবে রূপায়ণ করতে পারবে।’

২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় ‘যাপিত জীবন’। সিনেমার অন্যান্য চরিত্রে আরও অভিনয় করছেন আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, রওনক হাসান, মৌসুমী হামিদ, গাজী রাকায়েত, আজাদ আবুল কালাম, মামুনুর রশীদ, কাজী হায়াত, সমাপ্তি, ডলি জহুরসহ অনেকে।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলার যুবারা
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা