পাবনায় ট্রাকচাপায় দুই কৃষক নিহত

নিজস্ব প্রতিবেদক, পাবনা
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২২, ১৭:২২
অ- অ+

পাবনার সাঁথিয়ায় ট্রাকচাপায় দুই কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে কাশিনাথপুর-বগুড়া মহাসড়কের পাটগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাঁথিয়া উপজেলার খিদির গ্রামের মুত হাঁচেন আলীর ছেলে করিম চালক মুন্নাফ আলী (৫০) ও যাত্রী হাশেম আলী দরবেশের ছেলে জিয়াউর রহমান (৪৫)।

সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার সকালে খিদির গ্রাম থেকে একটি করিমনযোগে কয়েকজন কৃষক পেঁয়াজ নিয়ে বেড়া হাটের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে পাটগাড়ি এলাকায় বগুড়া অভিমুখী একটি ট্রাকের চাপায় যাত্রীবাহি করিমনটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এতে যাত্রীরা আহত হন। তার মধ্যে গুরুতর আহত তিনজন কৃষককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুইজন মারা যায়। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত আরও ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ও মাধপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু তার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে কেউ মারা যায়নি। তবে হাসপাতালে নেওয়ার পথে মারা যাওয়ার কথা শুনেছি। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা