ব্রাজিল ও সার্বিয়া ম্যাচের প্রথমার্ধ গোলহীন

কাতার বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে পরস্পরের বিপক্ষে খেলতে নেমেছে ব্রাজিল ও সার্বিয়া। ইতিমধ্যে শেষ হয়েছে প্রথমার্ধের খেলা। এখন পর্যন্ত একের পর এক আক্রমণ চালালেও ইউরোপীয়ন দলটির জালে বল পাঠাতে পারেনি নেইমারের ব্রাজিল।
নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমে বল দখল ও আক্রমণে সার্বিয়াকে পাত্তাই দেয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথমার্ধের পুরো সময়ে প্রতিপক্ষের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালায় ব্রাজিলিয়ানরা। পুরো সময়ের ৫৯ শতাংশ সময় নিজেদের কাছে বল রাখতে সক্ষম হয় তারা। আর সার্বিয়ার গোলবার বরাবর শট নিতে পেরেছে মোট দুটি। কিন্তু গোল আসেনি।
এদিকে পুরো সময়ের কেবল ৪১ শতাংশ সময় নিজেদের কাছে বল রাখতে পেরেছে সার্বিয়া। কিন্তু অনটার্গেটে নিতে পারেনি কোনো গোল।
ব্রাজিল একাদশ: (ফরমেশন ৩-৪-২-১)
অ্যালিসন, দানিলো, থিয়াগো সিলভা, মারকুইনহস, এলেক্স সান্দ্রো, ক্যাসেমিরো, পাকুয়েতা, নেইমার, রাফিনহা, রিচারলিসন, ভিনিসিয়ুস জুনিয়র।
কোচ: তিতে
সার্বিয়া একাদশ: (ফরমেশন ৩-৪-২-১)
মিলিনকোভিচ স্যাভিচ, পাভলোভিচ, মিলেনকোভিচ, ভালেকোভিচ, মিলাদেনোভিচ, মিলিনকোভিচ স্যাভিচ, গুদেহ, লুকিচ, জিভকোভিচ, ট্যাডিচ, মিত্রোভিচ।
(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

শামসুন্নাহারের হ্যাটট্রিক, ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

প্রথমার্ধেই ভুটানের জালে বাংলাদেশের মেয়েদের দুই গোল

ফের সাম্বা ডি’অর জিতলেন নেইমার

ভারতকে হারিয়ে সাফের ফাইনালে নেপালের মেয়েরা

লো-স্কোরিং ম্যাচে চট্টগ্রামের জয়, হারে মিশন শেষ ঢাকার

বাংলাদেশকে ক্রিশ্চিয়ানো রোনালদোর সালাম

যে কারণে ঢাকার শেষ ম্যাচের একাদশে নেই তাসকিন

জয়ে শেষ করতে ঢাকার দরকার মাত্র ১১৯ রান

পাকিস্তানের কাছে ৬ উইকেটে হার জ্যোতিদের
