ছাত্রদল সভাপতি ও সম্পাদকের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ ছাত্র ফেডারেশনের

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড ও সাধারণ সম্পাদক সৈকত আরিফ।
বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘বিএনপির সমাবেশের লিফলেট বিতরণকালে পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নয়নের বাড়ি থেকে ফেরার পথে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর হামলা চালিয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। লিফলেট বিতরণের মতো অতি সাধারণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়ে ছাত্রদল নেতা নয়নকে হত্যা করেছে, তার পরিবারের সাথে দেখা করে ফেরার পথে ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর হামলা চালিয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
নয়নকে হত্যাকারী পুলিশ সদস্য ও ছাত্রদলের নেতাদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান নেতৃবৃন্দ।
তারা আরও বলেন, ‘গুম-খুন, নির্যাতন-নিপীড়ন করে অতীতে কোনো সরকার ক্ষমতায় থাকতে পারেনি। বর্তমান কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারও পারবে না। আমরা ছাত্রসমাজকে সাথে নিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ও সন্ত্রাস-দখলদারিত্বমুক্ত নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আন্দোলন চালিয়ে যাব।
(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এফএ)
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

শাহজাহান ওমরের পাশে বন্দুকধারী সেই বিএনপি নেতা বহিষ্কার

সমঝোতা ছাড়াই শেষ ১৪ দলের বৈঠক

১৪ দলের বৈঠক: আসন নিয়ে দর কষাকষিতে বাড়ল অপেক্ষা

দেশে চলছে আপডেটেড বাকশাল ২.০ ভার্সন: রিজভী

ঢাকা-৮ আসন: বাহাউদ্দিন নাছিমের মনোনয়ন বৈধ ঘোষণা

জাপার রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বৈধ

ছোট দেশ হওয়ায় বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র স্বাভাবিক: আমু

বাংলাদেশের গণতন্ত্রের ভক্ষক বিএনপি-জামায়াত: বাহাউদ্দিন নাছিম

জামায়াতও ডাকল দুই দিনের অবরোধ
