ছাত্রদল সভাপতি ও সম্পাদকের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ ছাত্র ফেডারেশনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২২, ০৮:২৯
অ- অ+

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড ও সাধারণ সম্পাদক সৈকত আরিফ।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান নেতৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘বিএনপির সমাবেশের লিফলেট বিতরণকালে পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নয়নের বাড়ি থেকে ফেরার পথে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর হামলা চালিয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। লিফলেট বিতরণের মতো অতি সাধারণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়ে ছাত্রদল নেতা নয়নকে হত্যা করেছে, তার পরিবারের সাথে দেখা করে ফেরার পথে ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর হামলা চালিয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

নয়নকে হত্যাকারী পুলিশ সদস্য ও ছাত্রদলের নেতাদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান নেতৃবৃন্দ।

তারা আরও বলেন, ‘গুম-খুন, নির্যাতন-নিপীড়ন করে অতীতে কোনো সরকার ক্ষমতায় থাকতে পারেনি। বর্তমান কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারও পারবে না। আমরা ছাত্রসমাজকে সাথে নিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ও সন্ত্রাস-দখলদারিত্বমুক্ত নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আন্দোলন চালিয়ে যাব।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মশা মারার যন্ত্র বানিয়ে তাক লাগালেন বাংলাদেশের প্রতিষ্ঠান থিংক ল্যাবস
রাস্তা অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ ডিএমপির
‘জুলাই গণহত্যা’: শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
গভীর রাত হলেই পদ্মায় শুরু হয় বালু উত্তোলনের মহোৎসব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা