বঙ্গবন্ধুকে পিএইচডি ডিগ্রি দেওয়ার প্রস্তাব জাবি অধ্যাপকের

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২২, ১২:০৪| আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১২:১৩
অ- অ+

‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বই দুটি রচনার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডক্টরেট অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি দেওয়ার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষের কাছে প্রস্তাব দি্রেয়ছেন একই বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ আহমেদ।

বিষয়টি নিয়ে জাবি উপাচারে্যর পক্ষ থেকে সিদ্ধান্ত না পেয়ে শুক্রবার (২৫ নভেম্বর) ‘জাতির জনক বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট’-এর সভাপতি বরাবর অনুমতি চেয়ে আবেদন করেছেন অধ্যাপক ফরিদ। আবেদনে তিনি বলেছেন, জাতির পিতাকে পিএইচডি ডিগ্রি দিতে হলে ট্রাস্টের অনুমতির নিতে হবে কি না বিষয়টি জেনে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জাবি উপাচার্য। এরপর তিনি ট্রাস্টের সভাপতি বরাবর এই আবেদন দেন।

শুক্রবারের চিঠিতে অধ্যাপক ফরিদ বলেন, বঙ্গবন্ধুর বই দুটিতে দেশপ্রেম, মানবতাবাদ, মানবাধিকার, স্বাধীনতা, অসাম্প্রদায়িকতা, মুক্তির সংগ্রাম, স্বায়ত্বশাসন, রাষ্ট্র এবং জাতীয়তাবাদের একটি স্টষ্ট ধারণা পান, যা উচ্চতর গবেষণার দুটি শর্ত: মৌলিকত্ব ও নতুনত্ব পূরণ করে। এজন্য বই দুটি উচ্চতর গবেষণার বিষয় হিসেবেও বিবেচ্য।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা