ঢাবির দর্শন বিভাগের শতবর্ষ উদযাপন

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২২, ২০:৪০
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান শুক্রবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এ উপলেক্ষে টিএসসি চত্বর নবীন-প্রবীণের মিলনমেলায় পরিণত হয়। দিনব্যাপী নানা অনুষ্ঠান উপভোগ করেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। অনুষ্ঠানমালার মধ্যে ছিল আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র প্রভৃতি।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিভাগের চেয়ারম্যান ও শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো- ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ সুফী মোহাম্মদ মিজানুর রহমান, দর্শন বিভাগ শতবর্ষ উদ্‌যাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক আ খ ম ইউনুস প্রমুখ বক্তব্য দেন।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসামান্য অবদান তুলে ধরে বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় আমাদের গর্ব ও অহংকারের প্রতীক।’ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সমাজের সর্বত্র নৈতিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ গঠনে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এসকে/ ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভালুকায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সুরতহাল, ময়নাতদন্ত ছাড়াই গোপালগঞ্জে সহিংসতায় নিহতদের দাফন-সৎকার
ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
শহীদ আবু সাঈদের মাকে নিয়ে ‘কটূক্তি’, পুলিশ সদস্য প্রত্যাহার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা