চাঁদপুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষ, দুই কলেজছাত্র নিহত

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে দুইজন মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত হয়েছেন। নিহতরা হলেন- মোহাম্মদ হোসেন (২২) ও সালাউদ্দিন (২১)।
শুক্রবার রাতে মতলব উত্তর উপজেলার ভাটি রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার পুলিশ লাশ দুটির ময়নাতদন্ত শেষে দুপুরে তাদের স্বজনদের নিকট হস্তান্তর করে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুজন শিক্ষার্থীকে নিয়ে মোটরসাইকেলটি সাহেব বাজার থেকে টরকী গ্রামের দিকে যাচ্ছিল। মতলব-ঢাকা সড়কের ভাটি রসুলপুর এলাকায় পৌঁছালে এর সামনে একটি কুকুর এসে অবস্থান নেয়। কুকুরকে বাঁচাতে সাইড নিতে গেলে অপরদিক থেকে আসা বিপরীতমুখী অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই তরুণ শিক্ষার্থী নিহত হয়।
নিহতরা হচ্ছে, দক্ষিণ টরকী গ্রামের রুস্তম আলীর ছেলে মোহাম্মদ হোসেন ও একই গ্রামের মহসিন মিয়ার ছেলে মো. সালাউদ্দিন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন জানান, মোটরসাইকেলটি সাহেববাজার থেকে টরকী গ্রামের দিকে যাচ্ছিল। মতলব-ঢাকা সড়কের ভাটি রসুলপুর এলাকায় পৌঁছালে এর সামনে একটি কুকুর চলে আসে। কুকুরকে পাশ কাটাতে গেলে অটোরিকশার সাথে সংঘর্ষ বাঁধে। নিহত দুজনেই কলেজছাত্র।
(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এলএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে: আইজিপি

সাতক্ষীরায় ছিনতাই হওয়া দুই ইজিবাইক খুলনায় উদ্ধার, আটক ৪

জাতীয় সাংবাদিক সংস্থা-রাজশাহীর সভাপতি আফজাল, সম্পাদক আজিজুল

সাতক্ষীরায় বাঘের চামড়াসহ আটক ৩

পুলিশের নির্যাতনে নয়, সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী রবিউলের মৃত্যু: জিএমপি কমিশনার

গাইবান্ধায় ৪ দিন ধরে দুই কলেজছাত্রী নিখোঁজ

সিলেটে শিবিরের ৮ নেতাকর্মী আটক

চাঁদপুরে ১১শ কেজি জাটকা জব্দ

অসুস্থতা থেকে মুক্তি পেতে বৃদ্ধের আত্মহত্যা
