চাঁদপুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষ, দুই কলেজছাত্র নিহত

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২২, ১৭:৪০
অ- অ+

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে দুইজন মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত হয়েছেন। নিহতরা হলেন- মোহাম্মদ হোসেন (২২) ও সালাউদ্দিন (২১)।

শুক্রবার রাতে মতলব উত্তর উপজেলার ভাটি রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার পুলিশ লাশ দুটির ময়নাতদন্ত শেষে দুপুরে তাদের স্বজনদের নিকট হস্তান্তর করে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুজন শিক্ষার্থীকে নিয়ে মোটরসাইকেলটি সাহেব বাজার থেকে টরকী গ্রামের দিকে যাচ্ছিল। মতলব-ঢাকা সড়কের ভাটি রসুলপুর এলাকায় পৌঁছালে এর সামনে একটি কুকুর এসে অবস্থান নেয়। কুকুরকে বাঁচাতে সাইড নিতে গেলে অপরদিক থেকে আসা বিপরীতমুখী অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই তরুণ শিক্ষার্থী নিহত হয়।

নিহতরা হচ্ছে, দক্ষিণ টরকী গ্রামের রুস্তম আলীর ছেলে মোহাম্মদ হোসেন ও একই গ্রামের মহসিন মিয়ার ছেলে মো. সালাউদ্দিন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন জানান, মোটরসাইকেলটি সাহেববাজার থেকে টরকী গ্রামের দিকে যাচ্ছিল। মতলব-ঢাকা সড়কের ভাটি রসুলপুর এলাকায় পৌঁছালে এর সামনে একটি কুকুর চলে আসে। কুকুরকে পাশ কাটাতে গেলে অটোরিকশার সাথে সংঘর্ষ বাঁধে। নিহত দুজনেই কলেজছাত্র।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা